ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-১০ আসনে দুই প্রার্থীর মর্যাদার লড়াই

প্রকাশিত: ০৪:৫৮, ২২ ডিসেম্বর ২০১৮

 ঢাকা-১০ আসনে দুই প্রার্থীর মর্যাদার লড়াই

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসের বিপরীতে প্রথমবারের মতো লড়বেন বিএনপির আবদুল মান্নান। টানা দুই মেয়াদে সংসদ সদস্য হয়ে তৃতীয়বারের মতো আসনটি ধরে রাখার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। তবে জনগণের সর্বোচ্চ রায় নিয়ে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে প্রার্থী রয়েছেন ছয় জন। তবে নির্বাচনী সমীকরণে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মধ্যে। পর পর দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস। আসনটিতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণসহ, ট্যানারি স্থানান্তর হয়েছে তাপসের হাত ধরেই। নির্বাচনে এলাকাবাসী নৌকার পক্ষে রায় দেবেন বলে আশাবাদী তিনি। এদিকে ঢাকা-১০ আসনে নৌকার বিপক্ষে লড়বেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান। ভোটাররা এবার বিএনপিকেই বেছে নেবে বলে প্রত্যাশা তার। ঢাকা-১০ সংসদীয় আসনে মোট ভোটার এক লাখ ১৩ হাজার ৭৫৮। এই আসনে ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত চারবারের নির্বাচনে দু’বার বিএনপি এবং দু’বার আওয়ামী লীগ প্রার্থী জয় পায়।
×