ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিম্ন আয়ের ভোটারদেরও প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন

প্রকাশিত: ০৪:৫৭, ২২ ডিসেম্বর ২০১৮

নিম্ন আয়ের ভোটারদেরও প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ সব মিলিয়ে প্রায় সাড়ে দশ কোটি ভোটার ভোট দেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। অনেকের মতো নিম্ন আয়ের ভোটারদেরও প্রত্যাশা নির্বাচন হোক সুষ্ঠু, সহিংসতামুক্ত। একইসঙ্গে আগামীর সরকারের কাছে তাদের চাওয়া, নিম্ন বিত্তদের জীবনমান উন্নয়ন। দিন আনে দিন খায়-বলতে যা বোঝায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তিতে থাকা আসমা বানুর পরিবারের অবস্থা তাই। অর্থনীতির পরিভাষায় নিম্ন আয়ের মানুষের কাতারে। আসন্ন নির্বাচনের উত্তাপের কিছুটা তার বস্তির ঘরেও আসে। নির্বাচন নিয়ে কী ভাবেন আসমা? যারা দেশ চালানোর দায়িত্ব নিতে চান, তাদের কাছে প্রত্যাশাটাইবা কী? সারা বছর খোঁজ না নিলেও, নির্বাচন এলে প্রার্থীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নিম্ন আয়ের ভোটাররা। প্রত্যাশা-প্রাপ্তির ফারাক থাকলেও, তাদেরও চাওয়া-ভাল হোক নির্বাচন। ক্ষমতায় যেই আসুক, দেশের মানুষ ভাল থাকুক। নিম্ন আয়ের মানুষদের জন্য গড়ে তুলুক মানসম্মত জীবনব্যবস্থা। একটি সুষ্ঠু নির্বাচনের চাওয়া শুধু যে সচেতন, বিত্তবান ভোটারদেরই তা তো নয় বরং নিম্ন আয়ের মানুষদেরও। সমাজতাত্ত্বিক আর গবেষকরা বলছেন এই প্রত্যাশা উপেক্ষা করার কোন সুযোগ নেই। এই মানুষগুলোকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করে উন্নয়নকে কীভাবে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করা যায় তার সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। গেল কয়েক বছরে অর্থনীতির চাকা যেভাবে ঘুরেছে, তাতে দারিদ্র্যের হার কমলেও, আয় বেড়েছে ধনীদেরই। ফলে প্রকট হচ্ছে বৈষম্য। আগামী সরকারের কাছে এ সমাজ তাত্তি¡কের প্রত্যাশা-এ সমস্য দূর করতে আন্তরিক হবে তারা।
×