ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মহাজোটের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

প্রকাশিত: ০৪:২৭, ২২ ডিসেম্বর ২০১৮

 ঈশ্বরদীতে মহাজোটের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ একাধিক সাবেক ও বর্তমান মন্ত্রী এবং মহাজোটের কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এদের মধ্যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বাংলাদেশ গণআজাদিলীগের প্রেসিডেন্ট এ্যাডভোকেট এসকে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদত হোসেন ও জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তাসহ যুবলীগ, ছাত্রলীগের অন্য নেতারা। তারা শুক্রবার দুপুরে ঈশ্বরদীতে এসে শামসুর রহমান শরীফকে সঙ্গে নিয়ে এলাকায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে গণসংযোগ ও নৌকায় ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটাররা নৌকায় ভোট প্রদানের আশ্বাস দেন। দিলীপ বড়ুয়া বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুধু ঈশ্বরদী-আটঘরিয়া নয় সারা বাংলাদেশেই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করার জন্যই আমরা কর্মসূচীতে অংশ নিচ্ছি। তিনি বলেন, পাকশী পেপার মিল, বিমান বন্দর, সরকারী কলেজে চারটি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু করতে হবে। স্টেডিয়াম, শিশুপার্ক, পর্যটন কেন্দ্র, স্থলবন্দর নির্মাণ ও রেলগেটে ফ্লাইওভার নির্মাণসহ অনেক উন্নয়ন মুলককাজ তাকে করতে হবে।তাই তিনি মনে করেন, পাবনা-৪ আসনের জনগণ এবারও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
×