ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে এনজিওকর্মী ধর্ষিত

প্রকাশিত: ০৪:১৯, ২২ ডিসেম্বর ২০১৮

 রোহিঙ্গা ক্যাম্পে  এনজিওকর্মী  ধর্ষিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এনজিওকর্মীকে ধর্ষণ করা হয়েছে। ওই কিশোরী উখিয়ার কুতুপালং ১১নং ক্যাম্পে সেভ দ্য চিলড্রেন নামে এনজিও সংস্থায় কর্মরত। জানা যায়, ওই এনজিওকর্মী (১৭) ভাড়া বাসায় থেকে ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছিল। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষক ইমরান হোসেনসহ ৪ আসামির বিরুদ্ধে মামলা করেছে উখিয়া থানায়। ধর্ষিতার মা জানান, বালুখালী পশ্চিম পাড়ার দিদার হোসেনের পুত্র ইমরান হোসেন তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছে। বিয়ের প্রলোভনে এভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে লম্পট ইমরান অপারগতা প্রকাশ করে।
×