ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়া-১ আসনে নৌকা ধানের শীষ মূল লড়াই

প্রকাশিত: ০৪:১১, ২২ ডিসেম্বর ২০১৮

 বগুড়া-১ আসনে নৌকা  ধানের শীষ মূল  লড়াই

সমুদ্র হক ॥ সাধারণের উচ্ছ্বাসের শোরগোলে শৈত্যপ্রবাহ উড়ে গিয়ে আনন্দের নির্বাচনী হাওয়া বইছে বগুড়া-১ (সরিয়াকান্দি-সোনাতলা) আসনে। যমুনা ও বাঙালী তীরের সংসদীয় আসনে নদীর নাব্যতা রক্ষা, ভাঙনের টেকসই প্রতিরোধ এবং পানি সম্পদের ভৌগলিক সর্বোচ্চ ব্যবহারের পাশপাশি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রচারে এগিয়ে যাচ্ছেন। যমুনার তীর ও চরগ্রামেকে আকর্ষণীয় পর্যটক স্পট এবং অতিথি পাখিদের অভয়ারণ্য গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন। তিনি নবম ও দশম নির্বাচনের দুই বারের বিজয়ী সংসদ সদস্য। এবারের নির্বাচনেও প্রার্থী। প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী রফিকুল ইসলামও উন্নয়নের সঙ্গে নদীভাঙন রক্ষার বিষয়টি সামনে এনে ভোট প্রার্থনা করছেন। তিনি অষ্টম নির্বাচনে (২০০১) ওই আসনের এমপি ছিলেন। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত ওই আসনে নদী বিষয়ক ও এলাকার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছে গত দশ বছরের আওয়ামী লীগের শাসনামলে। এই পিরিয়ডের এমপি আবদুল মান্নান। তিনি প্রত্যন্ত চরগ্রামসহ প্রতিটি এলাকার ভোটারদের দুয়ারে গিয়ে উন্নয়ন চিত্র তুলে ধরে যমুনাকে আশীর্বাদের নদীতে পরিণত করার দৃঢ় প্রত্যয়ের প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। সকল উন্নয়নের সুফল পেয়েছে আসনবাসী। এই পজিটিভ দিকই আওয়ামী লীগের প্রচারে প্লাস পয়েন্ট হয়েছে। অন্যদিকে বিএনপির প্রচারে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের সমালোচনার সঙ্গে নির্বাচিত হলে আগামীতে উন্নয়ন করবেন এমন আশ^াস মিলছে। বিএনপির প্রার্থীও এলাকায় জনসংযোগ ও সমাবেশ করছেন। এলাকার সুধীজন বলছেন, গত দশ বছরে উন্নয়ন দেখেছেন। চরগ্রামেও পাকা সড়ক হয়েছে, বিদ্যুত পৌঁছেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, নারী উন্নয়নসহ এমন কোন সেক্টর নেই উন্নয়নের ছোঁয়া পড়েনি। যে উন্নয়ন চলমান। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলার ছড়ি প্রতীক নিয়ে লড়ছেন প্রবীণ তবিবর রহমান মন্ডল ও ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা হাত পাখা নিয়ে লড়ছেন। তবে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মধ্যে।
×