ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে উৎসব আমেজ

চট্টগ্রামে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি

প্রকাশিত: ০৪:১০, ২২ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে প্রার্থীরা চষে  বেড়াচ্ছেন অলিগলি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনটি কেটেছে ভোটের উৎসব আমেজে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও কর্মী সমর্থকদের কেটেছে গণসংযোগ, প্রচার ও পথসভায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। একইসঙ্গে পরিলক্ষিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার উৎকণ্ঠা। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ শুক্রবার গণসংযোগ শুরু করেন দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের মেহের আফজাল হাইস্কুল প্রাঙ্গণ থেকে। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুলসংখ্যক স্থানীয় নেতা ও কর্মী সমর্থক। তিনি বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। দিনের প্রথমার্ধে তিনি গণসংযোগ চালান বাকের আলী ফকিরের টেক, কলসীদীঘির পাড়, ইপিজেড, বন্দরটিলা আলীশাহ মসজিদ এলাকায়। বিকেলে পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় বেচাশাহ মসজিদ কমপ্লেক্স এ নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ মাহমুদ ইসহাক, যুদ্ধাহত মুক্তিযোদ্বা কমান্ডার এনামূল হক চৌধুরী, কামরুল ইসলাম ভুলু, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, শফিউল আলম, ইপিজেড থানা আওয়ামী লীগ-এর আহবায়ক মোঃ হারুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ, হাজী হাসান মুরাদ প্রমুখ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল শুক্রবার শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশে যোগ দেন। সেখানে তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিমুখী সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা অব্যাহত রাখতে গণসংগ্রাম অব্যাহত রাখতে হবে। এই লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় অবশ্যই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির রাজনৈতিক সরকারকে বার বার ক্ষমতাসীন করতে হবে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। নওফেল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নৌকার বিজয়াভিযানে যাত্রা শুরু করেছেন, এর সহযাত্রী হয়ে নিজেকে ধন্য মনে করছি। চবি উপাচার্য বলেন, বাঙালী জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় আমাদের প্রত্যেককে সর্বোচ্চ ত্যাগ নিবেদিত করতে হবে। আমরা চারিদিকে লক্ষ্য করছি এখনও বিষাক্ত নাগিনীরা ফেলছে বিষবাষ্প। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার ধারকদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রতীক্ষা করছি। এই প্রতীক্ষা জাতিকে আশার আলোকবর্তিকা প্রজ্ব¡লিত করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তার, প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, প্রফেসর ড. শায়লা শারমিন স্বাতী, ড. কুন্তল বড়ুয়া প্রমুখ। একই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কারাবন্দী ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে শুক্রবার বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করা হয়। তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম সাইফুল আলম বলেন, ধানের শীষে ভোট দিয়ে অপশাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দেশ আজ মহাসঙ্কটে, জনগণের রায় ছিনতাই করার জন্য আবারও একদলীয় নির্বাচন করার মহরত দেখতে পাচ্ছি। তিনি কারাবন্দী ডাঃ শাহাদাত হোসেনকে নির্বাচনের আগে মুক্তি দিয়ে সহায়ক পরিবেশ সৃষ্টি করার আহŸান জানান। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান শুক্রবার সকালে ধানের শীষের পক্ষে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে গণসংযোগ করেন। তিনি কধুরখীল মুসলিম হাই স্কুল, জলিল আম্বিয়া কলেজ, খোকার দোকান,ইমাম নগর, আমজাদ আলী, পূর্ব কদুরখীল উচ্চ বিদ্যালয়, বেপারীপাড়া, নাজীর দীঘির পাড়, বৈলতলী মাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে অনেক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। ভোটারদের উদ্দেশে আবু সুফিয়ান বলেন, ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে সরকার ভিন্ন পথ খুঁজছে। তারা জনগণ নির্ভর না হয়ে আমলা ও পুলিশ নির্ভর হয়ে পড়েছে। এখানে নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই। গণসংযোগে চলাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম প্রমুখ।
×