ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’

প্রকাশিত: ০৪:০৩, ২২ ডিসেম্বর ২০১৮

  প্রামাণ্য চলচ্চিত্র ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’

সংস্কৃতি ডেস্ক ॥ মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ। বিজয় দিবসের নিয়মিত কর্মসূচীর পাশাপাশি এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করে। নির্মাণাধীন প্রামাণ্য চলচ্চিত্রে আয়োজিত কর্মসূচীর বিজয় র‌্যালি, দেয়ালিকা উৎসব, খুদে লিখিয়ে কর্মশালা ছাড়াও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত বিভিন্ন স্মৃতিস্তম্ভ, নামফলক, মিনার প্রভৃতি উঠে আসছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান জানান, বিজয় দিবসের বিশেষ কর্মসূচীর মধ্যে দুই সহস্র জাতীয় পতাকা শোভিত বিজয় র‌্যালি, এক শ’ সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জেলা প্রশাসক দেয়ালিকা উৎসব’ ও সৃজনশীল লেখালেখি বিষয়ক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। নতুন নতুন এ কর্মসূচীগুলো তরুণ প্রজন্মকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ করছে।
×