ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাপস-সানি লিয়নের ‘লাভলী এ্যাক্সিডেন্ট’

প্রকাশিত: ০৪:০১, ২২ ডিসেম্বর ২০১৮

 তাপস-সানি  লিয়নের  ‘লাভলী এ্যাক্সিডেন্ট’

সংস্কৃতি ডেস্ক ॥ মুম্বাইতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের ও অতিথিদের মধ্যে বেশ কৌত‚হল কাজ করছিল এই ভেবে যে, বাংলা ভাষাভাষী একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালকের কণ্ঠে হিন্দী গান কেমন লাগবে। তবে ইতোপূর্বে ব্যান্ডশিল্পী জেমস বলিউডে হিন্দীতে গান গেয়ে বাংলাদেশী শিল্পীদের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। প্রথমবারের মতো হিন্দী ভাষায় গাওয়া তার ‘লাভলী এ্যাক্সিডেন্ট’ শিরোনামে গানের ভিডিও প্রকাশিত হলো গত ১৭ ডিসেম্বর। জি মিউজিকের ব্যানারে এদিন মুম্বাই সময় রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে ‘লাভলী এ্যাক্সিডেন্ট’-এর গানের ভিডিও প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘লাভলী এ্যাক্সিডেন্ট’ গানের মূল পারফর্মার বলিউড অভিনেত্রী সানি লিয়ন, ‘লাভলী এ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওর প্রডিউসার সানি লিয়নের স্বামী ড্যানিয়েল ওয়েবার, গানবাংলা চ্যানেলের চেয়ারপার্সন ও কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৌশিক হোসেন তাপস। সানসিটি মিডিয়া এ্যান্ড এন্টারটেইনমেন্টের পরিচালক ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দী মিউজিক ভিডিও। ভিডিওতে সঙ্গীতশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং বলিউড সেনসেশন সানি লিওন। অর্ধশতাধিক নৃত্যশিল্পী নিয়ে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সঙ্গীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। আর ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী। ‘লাভলী এ্যাক্সিডেন্ট’ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, সানি লিয়নের সঙ্গে একই ভিডিওতে কাজ করার অনুভ‚তি সত্যিই অন্যরকম। ড্যানিয়েলের আমাকে এই গানে কণ্ঠ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেটি আমার কাছে বেশ সম্মানজনক বলেই মনে হয়েছে। সানি লিওনও তার সর্বসাধ্য পারফর্মেন্সের মাধ্যমে ভিডিওটিকে অসাধারণ করে তুলেছেন। বাকি মূল্যায়ন দর্শকদের হাতে। তাদের সমর্থন পেলে আগামীতে আরও ব্যতিক্রমী কিছু উপহার দিতে চাই। সানি লিওন বলেন, তাপসের মতো ট্যালেন্টেট একজন বাংলাদেশী সিঙ্গারের সঙ্গে কাজ করা সত্যি গৌরবের। উইন্ড অব চেঞ্জে তার পারফর্মেন্স দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এবার তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ ভাল লাগছে। আমি মনে করি আমাদের এ ভিডিওটি আমার ভক্তদের জন্য অন্যতম সেরা উপহার। প্রসঙ্গত, ‘লাভলী এ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর মাত্র ৫ ঘণ্টাতেই এর ভিউ লাখের ঘর পেরিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এটি কয়েক লাখ ভিউয়ের ঘর ছুঁয়েছে।
×