ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্লাইট ওঠানামা শুরু ॥ ড্রোন নিয়ন্ত্রণকারীকে আটক করা যায়নি

৩৬ ঘণ্টা পর গ্যাটউইক বিমানবন্দর সচল

প্রকাশিত: ০৩:৫০, ২২ ডিসেম্বর ২০১৮

৩৬ ঘণ্টা পর গ্যাটউইক বিমানবন্দর সচল

ড্রোন কাণ্ডে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক পুনরায় সচল হয়েছে। বিবিসি জানায়, বিমানবন্দরে লাখো যাত্রী আটকে পড়ায় শুক্রবার কর্তৃপক্ষ রানওয়ে খুলে দিয়ে ৭৬৫টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সূচী ঠিক করেছে। শুক্রবারের ফ্লাইটের টিকেট কাটা যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনে খোঁজখবর নেয়ার অনুরোধও করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের প্রধান পরিচালনা কর্মকর্তা ক্রিস উডরুফ জানান, শুক্রবার যে কয়টি ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত হয়েছে তাতে প্রায় একলাখ ২৬ হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়া যাবে। আমার লক্ষ্য যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া, যেন তারা বড়দিনের আনন্দ উদযাপন করতে পারেন। অচলাবস্থার অবসানের পর প্রথমে ‘ইজিজেট’-এর দুটি ফ্লাইট গ্যাটউইক বিমানবন্দরে আসে ও ছেড়ে যায়। তারপর ব্রিটিশ এয়ারওয়েজের দুইটি ফ্লাইট উড্ডয়ন করেছে এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। গত বুধবার রাতে গ্যাটউইক বিমানবন্দরের রানওয়েতে একটি চালকবিহীন বিমান (ড্রোন) উড়তে দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিলে সেখানে অচলাবস্থার সৃষ্টি হয়। শুরুতে ৪৫ মিনিট বন্ধ রাখার পর রানওয়ে খুলে দিলে পুনরায় ড্রোনটি সেখানে উড়তে দেখা যায়। যে কারণে রানওয়ে নিরাপদ না হওয়া পর্যন্ত উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। বড়দিনের মৌসুমে একদিনের অচলাবস্থায় লন্ডনের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দরটিতে একলাখ ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়ে যান। বরফশীতল তাপমাত্রায় যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। বিক্ষিপ্তভাবে গুলি চালাতে হবে আশঙ্কায় পুলিশ শুরুতে ড্রোনটি ভূপাতিত করতে চাইছিল না বলে জানিয়েছিলেন উডরুফ। তখন তিনি বলেছিলেন, কে ড্রোন ওড়াচ্ছে তাকে খুঁজছে পুলিশ। ড্রোন নিষ্ক্রিয় করার পথ এটাই।
×