ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ ও উন্নয়ন ॥ শেখ হাসিনা

প্রকাশিত: ০১:০২, ২১ ডিসেম্বর ২০১৮

নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ ও উন্নয়ন ॥ শেখ হাসিনা

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রবার রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ধানের শীষ মানেই দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ ও উন্নয়ন। আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো’ শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন বলেই মানুষের জীবনের আয়-রোজগার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। দেশের অর্থনীতি আরও উন্নত হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আসি নাই। আমরা সরকার পরিচালনা করি মানুষের জন্য। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল আমাদের লক্ষ্য। আজকের বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশের মানুষ সুস্থভাবে বাঁচবে সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের উন্নয়ন করা। নিজেদের ভাগ্য পরিবর্তন নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। এ ছাড়া দেশের মানুষের জীবনমান যেন উন্নত হয় সেজন্য কাজ করছি। আবার নৌকায় ভোট দিলে দেশের মানুষকে উন্নত জীবন দেব। মানুষের কোনও হাহাকার থাকবে না। যুবসমাজ চাকরি পাবে। একজন যুবক যাতে ১০-১৫জন মানুষকে চাকরি দিতে পারে সে ব্যবস্থা আমরা করবো। তিনি বলেন, সারাদেশে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল করছি, তাতে সোয়া কোটি যুবকের কর্মসংস্থান হবে। আওয়ামী লীগকে ভোট না দিলে এ প্রকল্প থেমে যাবে। বিএনপি ক্ষমতায় এলে সব প্রকল্প বন্ধ করে দেবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে জনসভায় দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোতেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ব্যবসায়ীদের নেতা আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোমেন খান পাঠান (চিত্র নায়ক ফারুক), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শেখ ফজলুর রহমান বক্তব্য দেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরের মধ্যেই মিছিল নিয়ে মাঠে এসে উপস্থিত হন।
×