ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পপি দেবী থাপা

শীতের শাল

প্রকাশিত: ০৮:১৩, ২১ ডিসেম্বর ২০১৮

 শীতের শাল

প্রকৃতিতে এখন শীত। আর শীত মানেই ফ্যাশনে বৈচিত্র্য। এ সময় অধিকাংশ লোকই রং বাহারি এবং স্টাইলিস্ট শীতের পোশাকে নিজেকে আরও স্মার্ট করে তোলে। যুগ যুগ ধরে শীতের ফ্যাশনে ব্যবহার হয়ে আসছে শাল বা চাদর। যা যে কোন বয়সের মানুষকেই ফ্যাশানেবল করে তুলতে পারে। নারী কিংবা পুরুষ সকলের সঙ্গেই শাল মানিয়ে যায় সহজেই। আর আমরা যতই অন্য পোশাক পরি না কেন চাদর না জড়ালে যেমন শীত শীত ভাব মনে হয় না তেমনি শীত মানতেও চায় না। চাদর যে কোন পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। উৎসব অনুষ্ঠানে বা পার্টিতে চাদর সহজে মানানসই, গ্রহণযোগ্য এবং পরিধানযোগ্য একটি শীতের পোশাক। এই শীতে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডায় অথবা যে কোন সাধারণ অনুষ্ঠান বা কাজে ববহারের জন চাদর উপযোগী এবং ফ্যাশানেবল। মহিলাদের শাড়ির সঙ্গে চাদরই সবচেয়ে বেশি মানানসই এবং ফ্যাশানেবল শীতের পোশাক। শাড়ির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে বেছে নিতে পারেন আপনার চাদর বা শালটি। এক্ষেত্রে শাড়ির পাড় কিংবা শাড়ির মধ্যকার উজ্জ্বল রংটির সঙ্গে ম্যাচিং করে সাজিয়ে তুলতে পারেন আপনাকে। কেউ কেউ আবার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে সেই রঙের শাল পরতে পছন্দ করেন। মেয়েদের সালোয়ার কামিজের রঙের সঙ্গে মিলিয়ে চাদর পরলে আপনার সৌন্দর্য আরও বেড়ে যাবে। হতে পারে সেটা কামিজ কিংবা সালোয়ারের রঙের সঙ্গে অথবা কামিজের মধ্যকার যে কোন উজ্জ্বল রঙের সঙ্গে ম্যাচিং। তবে মোটরসাইকেল চালানোর সময় চাদর ব্যবহারে সতর্কতা আবশ্যক। শুধুমাত্র মহিলা নয় ফ্যাশনে পুরুষের শীতের পোশাকে ভিন্নমাত্রার বৈচিত্র্য এনে দেয় চাদর। ছেলেদের পাঞ্জাবির সঙ্গে শালই সর্বাধিক মানানসই এবং প্রচলিত শীতের পোশাক। হতে পারে পাঞ্জাবিটি এক রঙা বা বিভিন্ন রঙের অথবা চেক প্রিন্টের। রং যাই হোক না কেন ওপর থেকে একটা শাল জড়িয়ে নিলে স্টাইলই হবে ভিন্নমাত্রায়। তবে চাদর পরিধানের ধরনেও রয়েছে ভিন্নতা। প্রত্যেকে তার নিজেস্ব স্টাইলে তা পরে থাকেন। পুরুষের ক্ষেত্রে পাঞ্জাবির ওপরে শীতের পোশাক হিসেবে পরিধানের জন্য এক রঙা শাল অধিক মানানসই। বর্তমানে ইয়াং জেনারেশনের শীতের পোশাকে চাদরের ব্যবহার বেড়েছে। এখন জিন্স, টি-শার্ট কিংবা অফিসিয়াল যে কোন পোশাকের সঙ্গে চাদর একটি ফ্যাশানেবল শীতের পোশাক এবং তা মানায়ও ভাল। বাজারে নানা রঙের নানা ডিজাইনের শাল পাওয়া যায়। আবার বেশি কিংবা অল্প শীতে ব্যবহারের জন্য রয়েছে বিভিন্ন ধরনের চাদর। বাজারে এখন এমন কিছু চাদর রয়েছে যা মেয়েরা অল্প শীতে ওড়নার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে। এসব চাদর বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। প্রিন্ট অথবা এক রঙা সবই বাজারে পাওয়া যায়। ভারি কিংবা হাল্কা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের দেশী বা বিদেশী চাদর বা শাল বাজারে কিনতে পাওয়া যায়। শালের বুনন, ডিজাইন, সুতা কাপড় ভেদে তা দামে বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে সুতি, তাঁত, পশমি বিভিন্ন সুতার তৈরি নানা রঙের, ডিজাইনের সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়। যেগুলো দামেও হাতের নাগালে। রাঙ্গামাটি, খাগড়াছড়িতে পাহাড়ী আদিবাসীদের হাতে বোনা রং বাহারি কিছু চাদর রয়েছে যা সাধ্যের মধ্যেই কিনতে পাওয়া যায়। দেশের বিপণি বিতানগুলোতে কোন অনুষ্ঠান বা কোন পার্টিতে পরার জন্য রয়েছে ভিন্ন ডিজাইনের চাদর। আবার বাইরে সাধারণভাবে ব্যবহারের চাদরও পাওয়া যায়। বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের শাল বা চাদর এই শীতে আপনাকে করে তুলুক আরও সুন্দর ও আকর্ষণীয়। উদাসী মনে বাইরে বের হচ্ছেন? স্রেফ একটানে গায়ে জড়িয়ে নিন প্রিয় শালটি ব্যস বিন্দাস।
×