ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে মহিলাসহ নিহত ১২

প্রকাশিত: ০৭:২৮, ২১ ডিসেম্বর ২০১৮

গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে মহিলাসহ নিহত ১২

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ ডিসেম্বর ॥ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের (মাহেন্দ্র) মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলাসহ ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় হরিদাসপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখের দুই ছেলে জানে আলম (৩৭) ও আকাব্বার শেখ (৩৩), শুকতাইল গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজীব মোল্লা (২১), চন্দ্র দিঘলীয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলু সিকদার (৩০) ও আব্বাস মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৫) এবং শুকতাইলের রং-মিস্ত্রি আল আমিনের ছেলে নয়ন শেখ (১১), মেয়ে মরিয়ম খানম (৮), শালিকা মেঘলা (৯) ও শাশুড়ি রেণু বেগম (৪৫)। জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ব্রিজ এলাকায় পৌঁছলে একটি থ্রি-হুইলারের (মাহেন্দ্র) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও থ্রি-হুইলার দুটোই মহাসড়ক থেকে পাশের খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু ঘটে। নিহতদের একজন পথচারী, বাকি সবাই থ্রি-হুইলারের (মাহেন্দ্র) যাত্রী। নৌকার প্রচারে গিয়ে আওয়ামী লীগ নেতা নিহত ॥ বিডিনিউজ জানায়, বাগেরহাটে নৌকা প্রতীকের মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কচুয়ার যশোরদি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (৩৮) বাধাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি যশোরদি গ্রামে। আহত ছয়জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কচুয়া থানার ওসি রবিউল কবির সাংবাদিকদের বলেন, রাতে বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি বাস যশোরদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একদল পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।
×