ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আল-মাসুদ হক মিঠুল

পানিকৌড়ির বুকে শামুকের বিষ

প্রকাশিত: ০৬:৫৩, ২১ ডিসেম্বর ২০১৮

পানিকৌড়ির বুকে শামুকের বিষ

দিগস্ত রেখায় ছুঁয়েছে আমার অতীত, কলমের শেষ কালিতে লেখা হয় নির্লিপ্ত আনকোরা বড্ড উদাসীন এক ভবিষ্যৎ। প্রকৃতির নিয়মে আসে ষড়ঋতু- শরৎ পেরিয়ে হেমন্ত আসে তবু এসেছে আজ অবেলায়। উল্টো চলে কালের মহোৎসব,তারপর শীত পেরিয়ে বসন্ত আসে তবু শিমুলের গাছে নেই- অতীতের মত লাল ফুল কোকিলের কন্ঠে নেই কুহু সুর নদীতে তবু ডুবেনা বক। পানিকৌড়ির বুকে শামুকের বিষ,ঘোলা জলে পোয়াতি মাছের রক্ত ক্ষরণ। প্রসব বেদনায় কি যে নিষ্ঠুর জলের ঢেউ? জরায়ু ছিঁড়ে কালি হীন দাগে অংকিত হয় কষ্ট শহরে আজ নষ্ট বিবেক। জঙধরা লাঙলের ফলায় চাষ হয় বুকের জমিন!
×