ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিপু সুলতান

আমাদের স্বাধীনতা

প্রকাশিত: ০৬:৫২, ২১ ডিসেম্বর ২০১৮

 আমাদের স্বাধীনতা

আজও দেখি শব্দের ভিড়ে স্বচোখ ভরা আমাদের স্বাধীনতার বাংলা আসা-যাওয়া- শোরগোল পেরুনো অক্লান্ত ইতিহাস ছুটে চলে তের’শ নদ-নদী, উর্বর মাটি কোমর, মস্তক গাঁথা মুক্তির গান সবুজের গালিচায় শিশিরবিন্দু, রূপালী আকাশে ফিঙ্গে ছায়া গায়ে মাখা কাওয়ালি বাতাস, রোদওঠা একজোট সোনালি ধান। চারদিক বৃক্ষ দেওয়াল, পাখির ডানায় আকাশ করতল গ্রামগঞ্জ শহর বন্দর শেকড়ে বাঁধা জম্ম সুখ, আমল নামা- মানুষেরা গায় গান শোভিত কণ্ঠে, আদিগন্তর দুহাত উত্তাল। প্রাণে ছেপে যায় বর্ণমালার রাগ, শ্যামল কম্পিত শিহরণ আজও দেখি, নিঃসন্দেহে দেখি-লাল সবুজ মুক্তির বিবরণ। তাং ১৭.১২.১৮ । ঢাকা
×