ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিএলে সাইফ-শান্ত ব্যাটিং ঝলক

প্রকাশিত: ০৬:৩৭, ২১ ডিসেম্বর ২০১৮

 বিসিএলে সাইফ-শান্ত ব্যাটিং ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তম বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে দু’টি ম্যাচই ড্রয়ের দিকে এগিয়ে চলেছে। বৃষ্টির দাপটে প্রথমদিনের খেলা হয়নি আর দ্বিতীয় ও তৃতীয়দিন হয়েছে আংশিক খেলা। আজ চতুর্থ ও শেষদিনের খেলা- এখন পর্যন্ত কোন ম্যাচেই দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামেনি কোন দল। এর মধ্যেই অবশ্য দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। তাদের জোড়া হাফ সেঞ্চুরিতে তৃতীয়দিন শেষে ওয়ালটন মধ্যাঞ্চল ১ উইকেটে ১৪৯ রান তুলেছে প্রথম ইনিংসে। এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চল ১৪৬ রানে গুটিয়ে যায়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৮ উইকেটে ২৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তৃতীয়দিন শেষে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৩ উইকেটে তুলেছে ১৩৬ রান। পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ (বগুড়া) ॥ আগের দিনের ৪ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নেমে পূর্বাঞ্চল মাত্র ৫৮ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৬২ রানেই ইনিংস ঘোষণা করে তারা। ইয়াসির আলী ১৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭০ রানে সাজঘরে ফেরেন। দক্ষিণাঞ্চলের পেসার আল-আমিন হোসেন ৩টি এবং আব্দুর রাজ্জাক ও মেহেদী হাসান দুটি করে উইকেট নেন। দিনশেষে ৩ উইকেটে ১৩৬ রান তুলে ভালই জবাব দিচ্ছে দক্ষিণাঞ্চল। ফজলে রাব্বি ১৩৭ বলে ৫ চারে ৫৭ রানে এখনও ব্যাট করছেন। তুষার ইমরান ক্রিজে আছেন ২৯ রান করে। উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ (রাজশাহী) ॥ প্রথম ইনিংসে দ্বিতীয়দিন মাত্র কিছু সময়ে ব্যাট করেই উত্তরাঞ্চল ছিল বিপদে। ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি তৃতীয়দিন গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ৩৫ ও নাঈম ইসলাম ৩০ রান করেন। মধ্যাঞ্চলের হয়ে আরাফাত সানি ৩টি এবং তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম ও শুভাগত হোম ২টি করে উইকেট নেন। দিনশেষে মাত্র ১ উইকেটে ১৪৯ রান করেছে মধ্যাঞ্চল। শান্ত ৯৫ বলে ৬ চারে ৬৭ রান করে নাঈম ইসলামের শিকার হন। তবে আরেক ওপেনার সাইফ ১৩৯ বলে ৭ চার, ৩ ছক্কায় ৬৬ রান নিয়ে ব্যাট করছেন।
×