ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকেএসপির রুবেলের তিন স্বর্ণপদক জাতীয় আরচারি

ঢাকা আর্মি আরচারি ক্লাব সেরা

প্রকাশিত: ০৬:৩৭, ২১ ডিসেম্বর ২০১৮

 ঢাকা আর্মি আরচারি ক্লাব সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা বৃহস্পতিবার টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শেষ হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম, সিটি গ্রুপের বিপণন বিভাগের প্রধান ফরহাদ হোসেন প্রমুখ। গত আসরের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আর্মি আরচারি ক্লাব। তারা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্ট মিলে মোট ৬ স্বর্ণ, ১ রৌপ্য ও ২ তাম্রপদক লাভ করে। বিকেএসপি হয় রানার্সআপ (৩-১-১)। তীরন্দাজ সংসদ হয় তৃতীয় (১-২-২)। বিকেএসপির রিকার্ভ আরচার হাকিম আহমেদ রুবেল ব্যক্তিগত সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক লাভ করেন। সমাপনী দিনে ১০টি ইভেন্টে গোল্ড এবং ২টি ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। রিকার্ভ পুরুষ এককে হাকিম আহমেদ রুবেল (বিকেএসপি), রিকার্ভ মহিলা এককে নাসরিন আক্তার (ঢাকা আর্মি আরচারি ক্লাব), রিকার্ভ পুরুষ দলগতভাবে বিকেএসপি (তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আফজাল হোসেন), রিকার্ভ মহিলা দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (নাসরিন আক্তার, মেহনাজ আক্তার মনিরা ও রাবেয়া আক্তার সুমা) এবং রিকার্ভ মিশ্র দলগতভাবে বিকেএসপি (হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী), হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও রিকার্ভ মিশ্র দলগতভাবে ব্রোঞ্জ মেডেল ম্যাচে ঢাকা আর্মি আরচারি ক্লাব (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) এবং তীরন্দাজ সংসদের মধ্যে ৪-৪ সেট পয়েন্টে খেলা ড্র হওয়াতে পরবর্তীতে ১টি করে তীর ছোড়ার মাধ্যমে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা আর্মি আরচারি ক্লাব ব্রোঞ্জ মেডেল লাভ করে। কম্পাউন্ড পুরুষ এককে মিঠু রহমান (ঢাকা আর্মি আরচারি ক্লাব), কম্পাউন্ড মহিলা এককে সুস্মিতা বণিক (ঢাকা আর্মি আরচারি ক্লাব, কম্পাউন্ড পুরুষ দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (মিঠু রহমান, রতন মিয়া ও সোহেল রানা), কম্পাউন্ড মহিলা দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (সুস্মিতা বণিক, রোকসানা আক্তার ও তামান্না পারভীন) এবং কম্পাউন্ড মিশ্র দলগতভাবে তীরন্দাজ সংসদ (অসীম কুমার দাস ও রিতু আক্তার) স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ আনসার (ইমদাদুল হক মিলন ও বন্যা আক্তার) ১৫৬-১৩৯ স্কোরের ব্যবধানে বিকেএসপিকে হারায়।
×