ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টি২০ ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

প্রকাশিত: ০৬:৩৫, ২১ ডিসেম্বর ২০১৮

  টি২০ ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকার জন্য মিরপুরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছাড়া উপায় ছিল না বাংলাদেশের। সেই ম্যাচে অন্যতম অপরিহার্য ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। সেই সাকিবই দলের জয়ে রাখলেন অন্যতম অবদান। ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রান করার পর বল হাতে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখিয়েছেন মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে। টি২০ ইতিহাসে এটি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং নৈপুণ্য এবং তৃতীয় কোন বাংলাদেশী বোলারের ৫ উইকেট শিকার। ব্যাট হাতে যখন সাকিব নেমেছিলেন তার কিছু পরেই দল কিছুটা বিপদে পড়ে যায়। সেই অবস্থায় দারুণ স্বাচ্ছন্দ্যে ব্যাট চালান সাকিব। সিলেটে অধিনায়কোচিত ব্যাটিং করে ৪৩ বলে ৬১ রান করেছিলেন। এবার অর্ধশতক না পেলেও ২৬ বলে ৫ চার, ১ ছক্কায় অপরাজিত ৪২ রান করেন। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে মাত্র ৪২ বলে ৯১ রানের জুটি গড়ে দলকে রেকর্ড সংগ্রহ পাইয়ে দেন। জবাব দিতে নেমে বেশ ভাল গতিতেই এগিয়ে যাচ্ছিল ক্যারিবীয়রা। কিন্তু পঞ্চম ওভারে বোলিং করতে এসে আঘাত হানেন সাকিব, ফিরিয়ে দেন নিকোলাস পুরানকে ( ১৪)। তবে ওই ওভারে ১০ রান দিয়েছেন তিনি। এ কারণে বিরতি দিয়ে আবার ১১তম ওভারে যখন বোলিংয়ে এসেছেন তখন ক্যারিবীয়রা দারুণ অবস্থানে। ১০ ওভারে ৩ উইকেটে ৯৭ রান তুলে জয়ের আশায় ছিল তারা। এবার এসে নিজের বোলিং ঘূর্ণির চমক দেখান সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলেই ১৭ বলে ১৯ রান করা শিমরন হেটমায়ারকে সাজঘরে ফিরিয়ে দেন। ওই ওভারেরই শেষ বলে ড্যারেন ব্রাভোকেও (২) শিকার করে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব। এই ওভারে সাকিব রান দিয়েছেন মাত্র ৪। ১৩তম ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটকে (৮) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। তবে ওভারে ৬ রান দেন সাকিব। নিজের শেষ এবং ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলেই সাকিব তুলে নেন ফ্যাবিয়ান এ্যালেনের উইকেট। এবার বোল্ড করে সাকিব প্রথমবারের মতো টি২০ ক্যারিয়ারে ৫ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এদিনের বোলিং শেষ করেন সাকিব। এর আগে ১৫ রানে ৪ উইকেট শিকারই ছিল তার ব্যক্তিগত সেরা বোলিং। আর বাংলাদেশের পক্ষে ইলিয়াস সানি ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বোলার হিসেবে টি২০ ফরমেটে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব। বোলিং নৈপুণ্যের দিক থেকে সাকিবের এটি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা। ২০১২ সালের ১৮ জুলাই বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে ইলিয়াস সানি ৫ উইকেট নিয়েছিলেন। সেটিই এখন পর্যন্ত টি২০তে বাংলাদেশের সেরা বোলিং।
×