ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন ইভেন্টে স্বর্ণপদক বাংলাদেশের আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন

প্রকাশিত: ০৬:৩২, ২১ ডিসেম্বর ২০১৮

 তিন ইভেন্টে স্বর্ণপদক বাংলাদেশের আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার ॥ আগে থেকেই ৩টি স্বর্ণপদক নিশ্চিত ছিল স্বাগতিক বাংলাদেশের। কারণ ‘অল বাংলাদেশ’ ফাইনাল বলে কথা। এছাড়া মিশ্র দ্বৈতেও দুই বাংলাদেশী শাটলার থাকাতে এই ইভেন্টেও দৃষ্টি নিবদ্ধ ছিল সবার। কিন্তু ফাইনালে এই বিভাগে সফল হয়নি গৌরব সিং ও উর্মি আক্তার। ফলে বালক একক, বালক ও বালিকা দ্বৈতের স্বর্ণপদক নিয়েই সন্তুষ্ট থাকে স্বাগতিকরা। বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন শেষ হলো বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় দ্বিমুকুট জিতেছে ভারতের তৃষা জলি। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বালিকা এককের ফাইনালে ভারতের তৃষা জলি ২১-১৫, ২১-১১ পয়েন্টে যুক্তরাষ্ট্রের রুহি রাজুকে, মিশ্র দ্বৈতে ভারতের মানবরাজ সুমিত ও তৃষা জলি জুটি ২১-১৪, ২১-১৪ পয়েন্টে বাংলাদেশের গৌরব সিং ও উর্মি আক্তার জুটিকে, বালক এককে বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান ১৭-২১, ২২-২০, ২১-১৫ পয়েন্টে সৈয়দ সরকার সিবগাত উল্লাহকে; বালিকা দ্বৈতে বাংলাদেশের রেশমা আক্তার ও উর্মি আক্তার জুটি ২১-৯, ২২-২০ পয়েন্টে স্বদেশী রহিমা জেরিন আহম্মেদ ও ক্যামেলিয়া ইসলাম জুটিকে, বালক দ্বৈতে বাংলাদেশের গৌরব সিং ও মঙ্গল সিং জুটি ২১-১৬, ২১-১৭ পয়েন্টে স্বদেশী হানিফ মোহাম্মদ ও আব্দুল হামিদ লোকমান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। উল্লেখ্য, চারদিনব্যাপী এ আসরে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, ভুটান ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৬টি দেশ অংশগ্রহণ করে। এর মধ্যে ১৮ বালক ও ১৪ বালিকাসহ মোট ৩২ খেলোয়াড় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মোট পাঁচ হাজার ইউএস ডলার পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট এবং হোম এ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।
×