ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেলের হ্যাটট্রিকে হ্যাটট্রিক ফাইনালে রিয়াল

প্রকাশিত: ০৬:৩২, ২১ ডিসেম্বর ২০১৮

  বেলের হ্যাটট্রিকে হ্যাটট্রিক ফাইনালে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রত্যাশিতভাবেই ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে স্প্যানিশ পরাশিক্ত রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে জাপানী ক্লাব কাশিমা আন্টলার্সকে ৩-১ গোলে হারিয়েছে হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল। গ্যালাক্টিকোদের জয়ে হ্যাটট্রিক অর্থাৎ তিনটি গোলই করেন ওয়েলস তারকা গারেথ বেল। আর এ নিয়ে টানা তিনবার আসরের ফাইনালে নাম লেখালো রিয়াল। আগের দুইবারই শিরোপা জিতে দলটির সামনে এবার হ্যাটট্রিক ট্রফির হাতছানি। এ লক্ষ্যে এই মাঠেই শনিবার ফাইনাল মহারণে স্বাগতিক ক্লাব আল-আইনের মুখোমুখি হবেন বেল, বেনজেমা, মডরিচরা। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে আল-আইন টাইব্রেকারে ৫-৪ গোলে আর্জেন্টাইন ক্লাব লিভারপ্লেটকে হারিয়ে ফাইনাল মঞ্চের টিকেট কাটে। গোড়ালির চোটের কারণে গ্যারেথ বেলের খেলা নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য তরুপের তাসকে মাঠে নামিয়ে দেন রিয়াল কোচ সান্টিয়াগো সোলারি। আর ময়দানে নেমেই করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। ২০১৬ আসরের ফাইনালে এই কাশিমাকে হারিয়েই প্রতিযোগিতায় দ্বিতীয় শিরোপাটি জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। রেকর্ড টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই এখন রিয়ালের লক্ষ্য। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সহজ দুটি সুযোগ নষ্ট হয় আন্টলার্সের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সার্জিনহোর শট কোনমতে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। আর ওই কর্নারে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন জাপানের ডিফেন্ডার গেন সোজি। ধাক্কা সামলে প্রথম গোল পেতে অবশ্য প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় ফেবারিট রিয়ালকে। ৪৪ মিনিটে বেল-মার্সেলোর দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় তারা। সতীর্থকে বল বাড়িয়ে দ্রুত বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ওয়েলস ফরোয়ার্ড। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডারের প্রথম বাড়ানো বল ধরে বেলের নেয়া শট দূরের পোস্টে লেগে জালে প্রবেশ করে। বিরতির পর শুরুতেই আরও দুইবার বল জালে পাঠিয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেল। সঙ্গে পূরণ করেন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক। ৫৩ মিনিটে প্রতিপক্ষের ভুলে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান বেল। আর দুই মিনিট পর মার্সেলোর পাস পেয়ে অরক্ষিত ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বাঁ পায়ের জোরালো শটে চোখ ধাঁধানো গোল করেন। এর কিছুক্ষণ পর বেলকে তুলে নেন রিয়াল কোচ সান্টিয়াগো সোলারি। মাঠে নামান চোট কাটিয়ে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার মার্কো এ্যাসেনসিওকে। ৭৮ মিনিটে দুরূহ কোণ থেকে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করেন জাপানের মিডফিল্ডার শমা দই। তবে এই গোল করেও কাশিমা হার এড়াতে পারেনি। দুর্দান্ত হ্যাটট্রিক করে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন বেল। ৭ গোল করে সবার ওপরে আছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ সুপারস্টার সবগুলো গোলই অবশ্য করেছেন সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। আগেরদিন আরেক সেমিতে আল-আইন ও লিভারপ্লেটের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। এরপর টাইব্রেকারে জেতে স্বাগতিকরা। টাইব্রেকারে আর্জেন্টাইন ক্লাবটির জালে পাঁচটি শটেই গোল করেন আল-আইনের খেলোয়াড়রা। রিভারপ্লেটের হয়ে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা মিডফিল্ডার এঞ্জো পেরেজ। রিভারপ্লেট দক্ষিণ আমেরিকা ছাড়াও ইউরোপে বেশ সমীহ জাগানিয়া দল। ক্লাব বিশ্বকাপের আগেই ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন দলটির খেলোয়াড়রা। কিন্তু সেমিতে হেরেই তাদের মিশন শেষ হয়েছে। আল-আইন তাদের তুলনায় দেশের বাইরে অপরিচিত এক দল। ক্লাব বিশ্বকাপ আয়োজনের সুবাদেই আমিরাতের লীগ বিজয়ীরা এবার সুযোগ পেয়েছে এ টুর্নামেন্টে খেলার। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছে তারা।
×