ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শ্রোতার মুগ্ধতায় ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসব শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ২১ ডিসেম্বর ২০১৮

 শ্রোতার মুগ্ধতায় ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসব  শুরু

স্টাফ রিপোর্টার ॥ হিমেল সন্ধ্যা থেকেই সুরের যাত্রার সূচনা। সুর-তাল আর লয়ের খেলায় পৌষের শীতল রাতটিও শ্রোতার কাছে হয়ে ওঠে মোহনীয়। শাস্ত্রীয় সঙ্গীতের নির্যাসে সুররসিকের অন্তরে ছড়ায় ভাললাগার অনুভব। শ্রবণ ইন্দ্রিয় খুঁজে পায় অপার্থিব সুখের সন্ধান। সন্ধ্যা থেকে রাত এগারোটা অবধি চলা নানা আঙ্গিকের রাগনির্ভর গানের উপস্থাপনায় মুগ্ধতার প্রতিচ্ছবি হয়ে ধরা উচাঙ্গ সঙ্গীতাসরটি। এমন সুন্দরের ছবি এঁকে বৃহস্পতিবার থেকে শুরু ছায়ানট আয়োজিত দুই দিনের শুদ্ধ সঙ্গীত উৎসব। সারাদেশে শাস্ত্রীয় সঙ্গীত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গত এক যুগ ধরে নিয়মিতভাবে এ উৎসবের আয়োজন করছে ছায়ানট। সঙ্গীতের এ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে শুদ্ধ সঙ্গীতের শিল্পী ও ওস্তাদরা এসে জড়ো হয়েছেন ঢাকায়। সেই সব উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর সুরভরা কণ্ঠের মাধুর্য উপভোগ করলেন দর্শকরা। তিনটি অধিবেশনে সাজান হয়েছে এবারের উৎসব। এতে অংশ নিচ্ছেন ঢাকা, রাজশাহী ও সিলেট জেলার শিল্পীরা। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত সঙ্গীতায়োজনের শুরুতেই ছিল উদ্বোধনী আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের সুরে শুরু হয় আয়োজন। এর পর স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এরপর উৎসব উদ্বোধন করেন চট্টগ্রামের প্রবীণ শিল্পী মিহির লালা। উদ্বোধনী কথন শেষে মঞ্চে আসেন ছায়ানটের শিল্পীরা। অসিত কুমার দের পরিচালনায় ছিল তাদের বৃন্দ পরিবেশনা। তারা পরিবেশন করেন রাগ ভীমপলশ্রী। প্রথম দিনের আয়োজনে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের পরিবেশনায় অংশগ্রহণকারীরা সবাই ছিলেন ঢাকার শিল্পী। প্রথমেই ছিল তিনটি কণ্ঠসঙ্গীতের পরিবেশনা। সুপ্রিয়া দাশ পরিবেশন করেন রাগ মূলতানী, সতীন্দ্রনাথ হালদার রাগ পুরিয়া এবং লায়েকা বশীর পরিবেশন করেন রাগ নারায়ণী। এরপর তবলার বোলে মিলনায়তন মুখরিত করে তোলেন মোহ্সিইউ জৌভিয়াল জিসাস ভুবন। তার সঙ্গে হারমোনিয়ামে সঙ্গীত করেন লতিফুন জুলিও। এরপর মঞ্চে আসেন ছায়ানটের সহ-সভাপতি ও নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল। কণ্ঠ পরিবেশনার শুরুতেই তিনি কণ্ঠে ধারণ করেন রাগ শুধ্কল্যাণ। নিজের পরিবেশনা শেষে করেন রাগ রাগেশ্রী দিয়ে। সবশেষে মঞ্চে আসেন আহসান জুলকারনাইন। কণ্ঠে রাগ রাগেশ্রী পরিবেশন করেন তিনি। যার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের প্রথম দিনের আয়োজন। আজ শুক্রবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ উৎসবের সমাপনী দিন। এদিন অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা পেরিয়ে সমাপনী দিনের পরিবেশনাটি চলবে সারারাত । ঝরবে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের হৃদয়জুড়ানো সুর।
×