ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন থেকে ৮ উপজেলা চেয়ারম্যান বাদ, ধানের শীষের ৩ প্রার্থী বদল

প্রকাশিত: ০৫:৪৪, ২১ ডিসেম্বর ২০১৮

   নির্বাচন থেকে ৮ উপজেলা চেয়ারম্যান বাদ, ধানের শীষের ৩ প্রার্থী বদল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ নির্বাচন থেকে বাদ পড়লেন আট উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের বেঞ্চ তাদের প্রার্থিতা স্থগিত করে। একই সঙ্গে আরও তিন প্রার্থীকে বাদ দিয়ে নতুন তিনজনকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে সোনাইমুড়ির পর এবার চাটখিল থানার ওসির প্রত্যাহারের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রার্থীদের হলফনামার তথ্যাদি মুদ্রিত লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে বিতরণের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আসন্ন একাদশ নির্বাচন থেকে বাদ পড়লেন আট উপজেলা চেয়ারম্যান। বিএনপি প্রার্থীদের মধ্যে জামালপুর-৪ আসনে শামীম তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে ওই আসনের সরকার দলীয় প্রার্থী মুরাদ হোসেনের আবেদনে। ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে মোসলেম উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে ইসলামী আন্দোলনের এক প্রার্থীর আবেদনে। এখানে আওয়ামী লীগের হয়ে লড়ছেন আইনমন্ত্রী আনিসুল হক। রংপুর-১ আসনে আসাদুজ্জামানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গার আবেদনে। ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে ফখরুল ইমামের আবেদনের প্রেক্ষিতে। বগুড়া -৩ আসনে আবদুল মুহিত তালুকদার ও জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী শামসুল আলম দুদুর আবেদনের প্রেক্ষিতে। ঝিনাইদহ-২ আসনে এ্যাডভোকেট আবদুল মজিদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী তানজিল আলম সিদ্দিকীর আবেদনে। রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থী কীর্তি আজাদের আবেদনে। এরা সবাই উপজেলা চেয়ারম্যান। এর আগেও হাইকোর্ট বেশ কয়েক উপজেলা চেয়ারম্যানের মনোনয়নপত্র স্থগিত করে। পরে আপীল বিভাগে গেলেও তারা নির্বাচনে অংশগ্রহণের আর সুযোগ পাননি। মূলত আপীল বিভাগের আদেশের পরই নতুন করে উপজেলা চেয়ারম্যানদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সব আসনের সরকার দলীয় প্রার্থীরা। এদিকে বগুড়া-৩ আসনের উপজেলা চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী আবদুল মুহিত তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করে মাসুদা মমিনকে ধানের শীষ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাসুদা মমিনও বিএনপির প্রার্থী। মুহিত উপজেলা চেয়ারম্যান হওয়ায় মাসুদা তার মনোনয়ন চ্যালেঞ্জ করেছিলেন। এছাড়া নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে বিএনপির অধ্যক্ষ কামরুন নাহারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। আর নওগাঁ-১ আসনে সালেক চৌধুরীর পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেয়া হয়েছে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান বশিরুল্লাহ ঝরুর মনোনয়নপত্রও স্থগিত করেছে হাইকোর্ট। ওসি প্রত্যাহার চেয়ে রিট ॥ সোনাইমুড়ির পর এবার চাটখিল থানার ওসি প্রত্যাহারের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার খোকনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী এ রিট আবেদন করেন। আগামী রবিবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
×