ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে রাখা হবে কাল

আমজাদ হোসেনের মরদেহ আসছে আজ

প্রকাশিত: ০৫:৩৬, ২১ ডিসেম্বর ২০১৮

আমজাদ হোসেনের  মরদেহ আসছে আজ

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত নির্মাতা, অভিনেতা, প্রযোজক, লেখক আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আজ শুক্রবার। আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বৃহস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেন, বাবাকে ব্যাঙ্কক থেকে দেশে আনার সব জটিলতার অবসান ঘটেছে। শুক্রবার বাংলাদেশ বিমানের বিকেল সোয়া ৪টার ফ্লাইটে বাবাকে নিয়ে ব্যাঙ্কক থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৭টায় ঢাকায় পৌঁছবে। এরপর মরদেহ ঢাকার আদাবরের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে সবাই দেখার পর বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আগামীকাল শনিবার বেলা ১১টায়। এরপর এফডিসিতে নেয়া হবে দেড়টায়। সেখার থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে।
×