ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইভিএম নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ০৫:০৭, ২১ ডিসেম্বর ২০১৮

 ইভিএম নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা সদর আসনে (খুলনা-২) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে সার্বিক বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমানসহ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নারীনেত্রী, সুশীল সমাজ।
×