ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপি হলে গাড়ি ফ্ল্যাট সম্মানী না নেয়ার প্রতিশ্রুতি শেখ তন্ময়ের

প্রকাশিত: ০৫:০৬, ২১ ডিসেম্বর ২০১৮

 এমপি হলে গাড়ি ফ্ল্যাট সম্মানী না নেয়ার প্রতিশ্রুতি শেখ তন্ময়ের

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে গাড়ি-ফ্ল্যাট-মাসিক সম্মানী না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকায় চিতলী- বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য একটি গাড়ি পান, একটি বাড়ি পান আর মাসে মাসে সম্মানী তো আছেই। এসব কিছুরই আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, ৩০ ডিসেম্বরের ভোটে আপনারা আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করলে বাগেরহাটে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের স্থান হবে না। আমার দলের হলেও তাকে ছাড় দেয়া হবে না। আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর বাগেরহাট ও এলাকায় নতুন নতুন কলকারখানা গড়ে তুলতে চাই। যাতে বেকারত্ব দূর হয়। সবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। নেতা নন, জনগণের সেবক হতে চান, উল্লেখ করে শেখ তন্ময় বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার সঙ্গে থাকেন, তারপর থেকে আমি আপনাদের হয়ে যাব। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেদিন আমি যেতে পারব সেদিনই আমি নিজেকে নেতা বলে মনে করব। এখন আমি নেতা নই, আপনাদের সেবক মাত্র।
×