ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন জয়ে সক্রিয় প্রার্থীরা

রাজশাহীতে ফ্যাক্টর নারী ও তরুণ ভোটার

প্রকাশিত: ০৫:০৪, ২১ ডিসেম্বর ২০১৮

  রাজশাহীতে ফ্যাক্টর নারী ও তরুণ ভোটার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে পাশাপাশি এখন শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র মুখে মুখে ভোটের হিসেবে যুক্ত হচ্ছেন নারী ও তরুণ ভোটারদের কথা। রাজশাহীতে তরুণ ও নারী ভোটারদের সংখ্যা বেশি। বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় ভোটকেন্দ্রে নারী ভোটারদেরই উপস্থিতি বেশি দেখা যায়। এবারের নির্বাচনে নারী ভোটাররা অনেক প্রার্থীর জন্যই বড় ব্যবধান তৈরি করবে। কোন কারণে নারী ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে অনেক প্রার্থীর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই ফল নির্ধারণে এবার রাজশাহীর সব আসনে বড় ফ্যাক্টর হবে নারী ভোটাররা। তাই নারীদের ভোট আদায়ে সক্রিয় রয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের পাশাপাশি তাদের স্ত্রীরাও যাচ্ছেন নারীদের কাছে। এছাড়াও সক্রিয় রয়েছে রাজনৈতিক দলের নারী সংগঠন। দলে দলে বিভিন্ন সভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন নারীদের। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের চারটিতেই রয়েছে নারী ভোটারদের আধিক্য। এরমধ্যে সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন রাজশাহী-২ (সদর) আসনে। সিটি করর্পোরেশন এলাকা নিয়ে গঠিত আসনটিতে পুরুষের চেয়ে ৫ হাজার ৯৬৮ নারী ভোটার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩১০ জন বেশি নারী ভোটার রয়েছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে। এরপরেই রয়েছে ১ হাজার ৫৯৩ জন বেশি নারী ভোটার নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) ও ৫৮১ নারী ভোটার বেশি নিয়ে রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনটি। অন্যদিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন দুইটিতে পুরুষ ভোটার কিছুটা বেশি রয়েছে। নারী ভোটারের তুলনায় রাজশাহী-৫ আসনে ১ হাজার ৬৯৩ ও রাজশাহী-৬ এ ৮১৬ জন পুরুষ ভোটার বেশি রয়েছে। তবে সংখ্যা যাই হোক না কেন, নারী ভোটাররাই ফলাফলের ব্যবধান গড়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, রাজশাহীর ছয়টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন এবং নারী ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। অর্থাৎ পুরুষের তুলনায় ৯ হাজার ৯৪৩ জন নারী ভোটার বেশি রয়েছে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৭০৬। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৫০৮ ও পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ১৯৮। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী-২ (সদর) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩। ফলে এ আসনে ৫ হাজার ৯৬৮ নারী ভোটার বেশি। রাজশাহী শহর ঘেঁষা রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬২২ ও পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪১। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আয়েন উদ্দিন। তার বিরুদ্ধে মাঠে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন।
×