ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৫:০৩, ২১ ডিসেম্বর ২০১৮

 নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাজী বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত ড্রাম থেকে মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মোক্তার হোসেন ওই এলাকার মৃত হাজী আবুল হাশেমের ছেলে। তিনি নিজের মৎস্য খামার ও কৃষি জমিতে ফসলের ব্যবসা করতেন। জানা গেছে, মোক্তার হোসেন ১৬ ডিসেম্বর রাত দশটায় এলাকায় নিজের মৎস্য খামারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকে। পীরগঞ্জে ব্যবসায়ী সংবাদদাতা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে জানান, পীরগঞ্জ কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলামকে (৪০) বুধবার রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। দলপতিপুর গ্রামের ওই ব্যবসায়ী বুধবার রাত ১০টায় নাকাটি বাজারে মুদি দোকান বন্ধ করে প্রায় লক্ষাধিক টাকাসহ বাড়িতে আসার পথে বারমনি ব্রিজের পাশে দুর্বৃত্তরা তাকে আটক করে। টাকা ছিনিয়ে নিয়ে তাকে গলায় লাইলন রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী মনে করেন। এ হত্যাকা-ের ফলে এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে দোকান কর্মচারী আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে দুপুরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই রবিউল ইসলাম রবি বাদী হয়ে বৃহস্পতিবার পীরগঞ্জ থানায় মামলা করেছে। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, শাজাহানপুর উপজেলার দাড়িকামারি ভাতারিয়া পাথার এলাকায় রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। জানা যায়, রুবেল বগুড়া মেডিক্যাল কলেজের সামনে একটি ওষুধের দোকানে কাজ করত। তার বাড়ি শাজাহানপুর জোড়া সাতঘরিয়া গ্রামে। সে দাড়িকামারি এলাকায় ভাড়া থাকত। বৃহস্পতিবার দুপুরে খোলা মাঠে তার জবাই করা লাশ পাওয়া যায় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন।
×