ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্য ফাঁস নিয়ে আবারও কাঠগড়ায় ফেসবুক

প্রকাশিত: ০৫:০০, ২১ ডিসেম্বর ২০১৮

  তথ্য ফাঁস নিয়ে আবারও কাঠগড়ায় ফেসবুক

তথ্য ফাঁস নিয়ে আবারও কাঠগড়ায় ফেসবুক। এত দিন ব্যবহারকারীর নাম, কাজ ইত্যাদি তথ্য ফাঁসের অভিযোগ ছিল। গত মঙ্গলবার একটি মার্কিন দৈনিক দাবি করেছে, ব্যক্তিগত মেসেজ ও যোগাযোগের তালিকাও মাইক্রোসফট, এ্যামাজন, নেটফ্লিক্সের মতো ১৫০টিরও বেশি সংস্থাকে অকাতরে বিলিয়ে দিয়েছে ফেসবুক। তারা ফেসবুকের ‘গোপনীয়তার নিয়ম’ বুড়ো আঙ্গুল দেখিয়ে পণ্য বিক্রির সুবিধা পেয়েছে বলে অভিযোগ। ২৭০ পাতার গোপন তথ্য দেখে এবং ফেসবুকের ৫০ জন সাবেক কর্মীর কথা থেকে বিষয়টি জানা গেছে বলে দাবি দৈনিকটির। ফেসবুক ব্যবহারকারীর যোগাযোগের তালিকা থেকে তার বন্ধুদের তথ্য পেয়েছে এ্যামাজন। নেটফ্লিক্স ও স্পটিফাইর মতো স্ট্রিমিং পরিষেবাদানকারী সংস্থা ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজও পড়তে পেরেছে। যদিও মার্ক জাকারবার্গের দাবি, কেউ কতটা তথ্য কাকে জানাতে চায়, তার সবটাই ব্যবহারকারীর হাতে থাকে। কিন্তু এ ক্ষেত্রে অভিযোগ, ফেসবুকই তথ্য তুলে দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×