ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৪:৫৯, ২১ ডিসেম্বর ২০১৮

 ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ১২টি কোম্পানির ২৩ লাখ ৯০ হাজার ২৯৪টি শেয়ার ২৪ বারে হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মাধ্যমে ব্লকে ২৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। কোম্পানিটির ১১ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকার ১ লাখ ৩৮২টি শেয়ার ৫ বার হাত বদল হয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন কেবলসের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিমের। এছাড়া বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ৫০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮০ লাখ ৮৩ হাজার টাকার, অলিম্পিকের ৮৬ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৮ লাখ ৯৭ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৩২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার।
×