ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন চামেলী

প্রকাশিত: ০৮:৩১, ২০ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন চামেলী

বাংলানিউজ ॥ প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত অর্থ সহায়তা পেলেন ক্রিকেটার চামেলী খাতুন। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার হাতে প্রধানমন্ত্রীর দেয়া পাঁচ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) এসএম আব্দুল কাদের নিজ কার্যালয়ে চামেলীর হাতে চেক তুলে দেন। এ সময় তিনি চামেলীর চিকিৎসার খোঁজখবর নেন। পরে তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই অলরাউন্ডার। চামেলী খাতুন জানান, ১২ ডিসেম্বর চিকিৎসা শেষে ভারত থেকে রাজশাহী ফিরেন। এরপর জেলা প্রশাসকের দফতর থেকে প্রাধনমন্ত্রীর এই অর্থ সহায়তার বিষয়টি তাকে জানানো হয়েছিল। আর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তার হাতে এই চেকটি তুলে দেয়া হয়। বড় বোন রওশানারা ফেন্সি, মেজো বোন চম্পা বেগম ও ভাগ্নে তৌহিদ অনিক এ সময় তার সঙ্গে ছিলেন। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং মেরুদÐের ব্যথা নিয়ে চামেলী খাতুন গত ২ নবেম্বর ঢাকা গিয়েছিলেন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। গত মাসের মাঝামাঝিতে পঙ্গু হাসপাতাল থেকে অস্ত্রোপচারের জন্য ভারতের ব্যাঙ্গালুরুতে নেয়া হয়। ১৮ দিনের চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফিরেছেন। তবে এখনও ছয়মাস বিশ্রামে থাকতে হবে তাকে।
×