ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহজ বাংলা বানানের নিয়ম

প্রকাশিত: ০৮:০৯, ২০ ডিসেম্বর ২০১৮

সহজ বাংলা বানানের নিয়ম

প্রাক্তন শিক্ষক, বাংলা বিভাগ মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় নাজিরপুর, পিরোজপুর ণত্ব-বিধান সংস্কৃতের যে বিধান অনুসারে দন্ত্য ’ন’ মূর্ধন্য ’ণ’তে পরিণত হয় তাকে ণত্ব বিধান বলে। ১. ‘ট’ বর্গীয় ধ্বনির আগে ‘ণ’ হবে। যেমন: ঘণ্টা, লণ্ঠন ইত্যাদি। ২. ‘ঋ’ ‘র’ ‘ষ’ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: তৃণ, হরিণ, পাষাণ ইত্যাদি। ৩. ‘র’ ফলার পরে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: ঘ্রাণ, প্রণাম ইত্যাদি। ৪. প্র, পরা, পরি, নির এ চারটি উপসর্গের পরে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: পরিণত, প্রবীণ, নির্ণয় ইত্যাদি। ৫. প্র, পূর্ব ও অপর শব্দের পর অহ্ন থাকলে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি। ৬. পর, পরা, নার, উত্তর, চান্দ্র এর পরে ‘অয়ন’ থাকলে মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: পরায়ণ, নারায়ণ, উত্তরায়ণ ইত্যাদি। ষত্ব-বিধান সংস্কৃতের যে বিধান অনুসারে দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’তে পরিণত হয় তাকে ষত্ব বিধান বলে। ১. ‘ঋ’ কারের পর মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : ঋষি, কৃষক, দৃষ্টি ইত্যাদি। ২. তৎসম শব্দ ‘র’ এর পরে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। ৩. ‘র’ এর পর (অ, আ) ব্যতীত অন্য স্বরধ্বনি থাকে তার পরে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : পরিষ্কার, তিরিষ্কার। ৪. ‘ট’ এবং ‘ঠ’ ধ্বনির আগে যুক্ত বর্ণ থাকলে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : কাষ্ঠ, কষ্ট ইত্যাদি। ৫. সু, দুর, বি উপসর্গের পরে ‘সম’ থাকলে মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : সুষম, বিষম ইত্যাদি। ৬. ‘বি’ উপসর্গের পর ‘সিহ’ ধাতুর দন্ত্য ‘স’, মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : দুর্বিষহ ইত্যাদি। ৭. ‘ই’ ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতু মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন : অভিষেক, অনুষ্ঠান, বিষম, সুষমা ইত্যাদি।
×