ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগে যোগ দিলেন ইনাম আহমেদ চৌধুরী

প্রকাশিত: ০৭:৩৬, ২০ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগে যোগ দিলেন ইনাম আহমেদ চৌধুরী

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে পরামর্শকদের মধ্য অন্যতম সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগের যোগদান করেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। বিএনপির গত কমিটিতে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদে থাকা ইনাম আহমেদ চৌধুরী বর্তমান কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি। এর মধ্যে ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে। অবসরে থাকা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। ইনাম আহমেদ চৌধুরী গত ১৮ নবেম্বর ঢাকায় খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন। এরপর ২৯ নবেম্বর সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছিলেন। সিলেট-১ আসনে বর্তমান সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের ভাই এ কে এ মোমেন ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। অবসরে থাকা ইনাম আহমেদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গত ১৮ নবেম্বর ঢাকায় খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন তিনি। এরপর ২৯ নবেম্বর সিলেট-১ আসনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসায় গিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছিলেন। অর্থমন্ত্রী মুহিতের আত্মীয় ইনাম চৌধুরী তখন বলেছিলেন, অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছি। তাকে জানিয়েছি, আমি এবার সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু পরে সিলেট-১ আসনে ইনামকে বাদ দিয়ে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে চ‚ড়ান্ত মনোনয়ন দেয় খন্দকার আবদুল মুক্তাদীর চৌধুরীকে। তার এক সপ্তাহ গড়াতেই বিএনপি ছাড়লেন অভিজ্ঞ এই ক‚টনীতিক। অর্থনীতির ছাত্র ইনাম আহমেদ চৌধুরী পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারী চাকরি শুরু করেন। বাংলাদেশ আমলে সচিবের দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। তার ভাই ইফতেখার চৌধুরী সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকারে উপদেষ্টা ছিলেন। ওই সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ তাদের ভগ্নিপতি।
×