ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলাম-২০১৯

চমকের নাম বরুণ চক্রবর্তী

প্রকাশিত: ০৭:১২, ২০ ডিসেম্বর ২০১৮

চমকের নাম বরুণ চক্রবর্তী

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের জয়পুরে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ২০১৯ আইপিএলের নিলাম। ঘরোয়া টি২০ জনপ্রিয় আসরের ১ হাজারেরও বেশি ক্রিকেটার থেকে ৩৫১ জনকে চূড়ান্তভাবে নিলামে তোলা হয়েছিল। সর্বোচ্চ ৮ কোটি ৪০ লাখ রুপীতে কিংস ইলেভেন পাঞ্জাবে নাম লিখিয়ে আলোচনায় তরুণ স্পিনিং অলরাউন্ডার বরুণ চক্রবর্তী। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপী। সমান মূল্যে ভারতীয় পেসার জয়দেব উনাদকড়কে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। তবে নিলামের চূড়ান্ত তালিকায় থাকলেও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদসহ বিশ্বের অনেক নামকরা ক্রিকেটার। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে নিয়ে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, আগামী বছর মে-জুনে বিশ্বকাপ শুরুর অন্তত ১৫ দিন আগে আইপিএলের ১২তম আসর শেষ করার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেটি হতে পারে ভারত, আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকায়। বাছাইকৃত সাড়ে তিন শ’ থেকে নিলামে দল পাওয়া ৬০ ক্রিকেটারে ২০ জন বিদেশী। তাদের পেতে আট ফ্রাঞ্চাইজির মোট খরচ করেছে এবার ১০৬ কোটি ৮০ লাখ রুপী। মাত্র ২০ লাখ রুপীর ভিত্তিমূল্যের (বেসপ্রাইস) থাকলেও চমক দেখিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবে ৮ কোটি ৪০ লাখ রুপীতে জায়গা করে নিয়েছেন তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী, টেল-এন্ডে কার্যকর ব্যাটিংও করতে পারেন তিনি। ব্যাঙ্গালুরু ৫ কোটি রুপীতে নিয়েছে আরেক অলরাউন্ডার শিভাম দুবেকে, পাঞ্জাব ৪ কোটি ৮০ লাখ রুপীতে উইকেটরক্ষক প্রাভসিমরান সিংকে। বাংলাদেশ থেকে মুশফিক এবং মাহমুদুল্লাহর নাম নিলামে উঠলেও কোন দল তাদের প্রতি আগ্রহ দেখায়নি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যাটাগরিতে ছিলেন মুশফিক আর অলরাউন্ডার ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ। তাদের বেসপ্রাইস ছিল ৫০ লাখ রুপী। মুশফিক-মাহমুদুল্লাহর মতো বিশ্ব ক্রিকেটের আরও অনেক তারকাই আইপিএলের নিলামে দল পাননি। আট দলের প্রত্যেকেই ৮ জন করে বিদেশী ক্রিকেটার কিনেছে। দল না পাওয়া তারকাদের মধ্যে আছেন ব্রেন্ডন ম্যাককুলাম, ক্রিস ওকস, শন মার্শ, কোরি এ্যান্ডারসন, এ্যাঞ্জেলো ম্যাথুসও। তাদের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপী। ১.৫ কোটির এ্যালেক্স হেলস, রাইলি রুশো, মরনে মরকেল আর ডেল স্টেইনও অবিক্রীত থেকে গেছেন। ১ কোটির বেপ্রাইসে থাকা ক্রিস জর্ডান, এ্যাডাম জাম্পা, হাশিম আমলা, উসমান খাজা, ড্যানিয়েল ক্রিস্টিয়ানন, কেন রিচার্ডসন আর জেমস প্যাটিনসনও কোন দল পাননি। ৭৫ লাখ রুপীর বেসপ্রাইসে থাকা নোমান ওঝা, সিকান্দার রাজা, জেসন হোল্ডার, জেমস নিশাম, কুশল পেরেরা, রনকির প্রতিও আগ্রহ দেখায়নি কোন দল।
×