ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাইব্রেকার ভাগ্যে সেমিতে ম্যানসিটি

প্রকাশিত: ০৭:১২, ২০ ডিসেম্বর ২০১৮

টাইব্রেকার ভাগ্যে সেমিতে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যের নির্মম পরিহাস কাকে বলে। খেলোয়াড়দের মতো ডাগআউটে একটা সময় সেয়ানে সেয়ানে লড়াই হতো দুই তারকা কোচ জোশে মরিনহো ও পেপ গার্ডিওলার। সাফল্যের ধারা গার্ডিওলা ধরে রাখতে পারলেও মুদ্রার উল্টো পিঠ দেখছেন মরিনহো। সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়েছেন পর্তুগীজ লৌহমানব। আর তার প্রতিদ্বন্দ্বী গার্ডিওলা রীতিমতো উড়ে চলেছেন। তার দল ম্যানচেস্টার সিটি সব টুর্নামেন্টেই অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভালমতোই এগোচ্ছে সিটিজেনরা। প্রত্যাশা মতো এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন্স লীগেও। এসবের পাশাপাশি ঘরোয়া ইংলিশ লীগ কাপেরও (কারাবাও কাপ) শিরোপার দিকে এগোচ্ছে তারা। মঙ্গলবার রাতে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে লিচেস্টার সিটিকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ভাগ্যের ছোঁয়ায় পাওয়া জয়ে গার্ডিওলার দল পৌঁছে গেছে আসরের সেমিফাইনালে। মিডলসব্রোকে ১-০ গোলে হারিয়ে শেষ চারের টিকেট পেয়েছে তৃতীয় বিভাগের দল বারটন এ্যালবিওনও। লিচেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলে ম্যানসিটি। ফলস্বরূপ ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। দারুণ শটে গোল করেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। চলতি মৌসুমে বেলজিক এই মিডফিল্ডারের প্রথম গোল। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি। বিরতির পর সমতা ফেরায় লিচেস্টার সিটি। ৭৩ মিনিটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটন। এরপর আর গোল পায়নি কোনা দল। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণী পেনাল্টিতে এসে কপাল পুড়েছে লিচেস্টারের। দু’দলই প্রথম শট থেকে গোল করে। এরপর টানা তিনট শটে গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। অন্যদিকে ম্যানসিটির পক্ষে রাহিম স্টার্লিং দ্বিতীয় শট মিস করলেও তৃতীয় ও চতুর্থ শটে গ্যাব্রিয়েল জেসুস ও জিনচেঙ্কো গোল করে সিটির জয় নিশ্চিত করে। লিচেস্টারের টানা ব্যর্থতার কারণে পঞ্চম শট নেয়ার প্রয়োজন হয়নি কোন দলেরই। ভাগ্যের পরশে জিতলেও ম্যাচে শিষ্যদের পারফর্মেন্সের প্রশংসা করেন সিটি কোচ গার্ডিওলা। পুরো ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও ভাগ্যের সহায়তা না থাকায় একাধিক গোল পায়নি সিটিজেনরা। ম্যাচ শেষে গার্ডিওলা বলেন, এটা কঠিন ম্যাচ ছিল। লিচেস্টার সিটি সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে এই জয়টা নিঃসন্দেহে অনেক ভাল। স্টার্লিংয়ের পেনাল্টি মিস প্রসঙ্গে গার্ডিওলা বলেন, এটা ম্যাচের অংশ। সে ভালমতোই তার দায়িত্ব পালন করেছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে পেনাল্টি মিস করেছে। ম্যাচে সিটির হয়ে গোলদাতা ব্রুইন বলেন, এটা আমাদের জন্য কঠিন একটা ম্যাচ ছিল। আমরা সাধ্যমতো সবটুকু দেয়ার চেষ্টা করেছি। সবমিলিয়ে ভাল একটা ম্যাচ হয়েছে। এদিকে দ্বিতীয় সারির দল অরলিন্সকে হারিয়ে ফরাসী লীগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচের ২-১ গোলে জিতেছে টমাস টাচেলের দল। ম্যাচের ৪১ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার রক্ষণের ওপর দিয়ে বাড়ানো বল ডি বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। ম্যাচের ৬৯ মিনিটে সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে তাদের সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮১ মিনিটে ফরাসী ফরোয়ার্ড মুসা দিয়াবির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার বর্তমান পিএসজি। নেইমারকে ছাড়া এই জয়ে সন্তোষ প্রকাশ করেন পিএসজি কোচ টাচেল।
×