ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যাথুস-মেন্ডিসের বীরত্ব ও বৃষ্টি বাঁচাল শ্রীলঙ্কাকে

প্রকাশিত: ০৭:১১, ২০ ডিসেম্বর ২০১৮

ম্যাথুস-মেন্ডিসের বীরত্ব ও বৃষ্টি বাঁচাল শ্রীলঙ্কাকে

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়া ড্র হয়েছে ওয়েলিংটন টেস্ট। পরিসংখ্যানের পতায় এমনটাই লেখা থাকবে। তবে হারের চোখ রাঙানি পেরিয়ে ম্যাচটা যে পঞ্চমদিন পর্যন্ত এসেছে তাতে পুরো কৃতিত্ব দুই লঙ্কান ব্যাটসম্যানের। বুধবার বৃষ্টির কারণে মেন্ডিস অপরাজিত ১৪১ ও এ্যাঞ্জোলো ম্যাথুস যখন ১২০ রান নিয়ে মাঠ ছাড়েন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ তখন ২৮৭। প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয় ২৮২ রানে, নিউজিল্যান্ড ৫৭৮। আদ্যন্ত ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়া ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন কিউই ওপেনার টম লাথাম (অপরাজিত ২৬৪)। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে ক্রাইস্টচার্চে শুরু সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। সবশেষে তিন ওয়ানডে ও এক ম্যাচের টি২০ খেলবে দু’দল। বৃষ্টির বাধায় বুধবার শেষদিনে খেলা হয় মাত্র ১৩ ওভার। ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে যোগ করে ২৮ রান। আগের দিনের মতোই সাবধানী ছিলেন দুই সেঞ্চুরিয়ান মেন্ডিস-ম্যাথুস। একদমই শট খেলেননি ম্যাথুস। নিজের জোনে বল পেয়ে কিছু শট খেলেছেন মেন্ডিস। তৃতীয়দিন শেষ বেলায় জুটি বাঁধা দুই ব্যাটসম্যানকে বিচ্ছিন্ন করতে পারেনি কিউই বোলাররা। শ্রীলঙ্কার ইনিংসের ১১৫ ওভার শেষে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় সফরকারীদের স্কোর সেই ২৮৭/৩। মেন্ডিস ৩৩৫ বলে ১৬ চারে অপরাজিত ছিলেন ১৪১ রানে। পঞ্চমদিন মাত্র তিন রান যোগ করা ম্যাথুস অপরাজিত ছিলেন ১২০ রানে। কিউই পেসার টিম সাউদি তৃতীয়দিনেই নেন ২ উইকেট। শেষ দুইদিনে কোন উইকেট পড়েনি। ইংলিশ গ্রেট এ্যালিস্টার কুককে (২৪৪*) ছাড়িয়ে আদ্যন্ত ব্যাটিংয়ের (ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ২৬৪) নতুন রেকর্ডগড়া লাথাম হয়েছেন ম্যাচসেরা। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২৮২/১০ (৯০ ওভার; গুনাথিলাকা ১, করুনারতেœ ৭৯, ধনঞ্জয়া ১, কুসল ২, ম্যাথুস ৮৩, চান্দিমাল ৬, দিকওয়েলা ৮০*, দিলরুয়ান ১৬, লাকমল ৩, রাজিথা ২, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫, প্যাটেল ০/১৪) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৮৭/৩ (১১৫ ওভার; গুনাথিলাকা ৩, করুনারতেœ ১০, ডি সিলভা ০, মেন্ডিস ১৪১*, ম্যাথিউস ১২০*; সাউদি ২/৫২, বোল্ট ১/৬২, ওয়েগনার ০/১০০, ডি গ্র্যান্ডহোম ০/২৪, প্যাটেল ০/৪৬, রাভাল ০/১)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ৫৭৮/১০ (১৫৭.৩ ওভার; রাভাল ৪১, লাথাম ২৬৪*, উইলিয়ামসন ৯১ টেইলর ৫০, নিকোলস ৫০, ওয়াটলিং ০, ডি গ্র্যান্ডহোম ৪৯, সাউদি ৬, ওয়েগনার ০, প্যাটেল ৬, বোল্ট ১১; লাকমল ১/৮৮, রাজিথা ০/১৪৪, ম্যাথুস ০/১, পেরেরা ২/১৫৬, কুমারা ৪/১২৭, ডি সিলভা ২/৫৪, গুনাথিলাকা ০/৩)। ফল ॥ টেস্ট ড্র। ম্যাচসেরা ॥ লাথাম (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ দুই টেস্ট ০-০ চলমা।
×