ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফুটবলে খামখেয়ালিপনার স্থান নেই

প্রকাশিত: ০৭:১০, ২০ ডিসেম্বর ২০১৮

ফুটবলে খামখেয়ালিপনার স্থান নেই

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলে খামখেয়ালিপনার স্থান নেই, বরং বাস্তবতাকে স্বীকার করে উন্নয়নের জন্য সঠিক পদক্ষেপ নেয়ার মাঝেই রয়েছে সাফল্যের চাবি। সম্প্রতি বাংলাদেশ ফুটবলের এক শীর্ষকর্তার ‘সঠিক পথেই রয়েছে বাংলাদেশের ফুটবল’ শীর্ষক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। বুধবার এক ব্রিফিং-এ তরফদার মোঃ রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং এখন ১৯২, গত ১১ বছরে এই র্যাঙ্কিং শুধু নীচেই নেমেছে, এ সময়কালে বাংলাদেশ জাতীয় দল সর্বমোট ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় ২০টি, ড্র ১৮টি এবং পরাজয় ৪১টিতে। দেশের মানুষ ফুটবল বিমুখ হয়ে পড়েছে, কারণ জাতীয় দলের সাফল্য বলতে কিছু নেই, টানা চারটি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে ব্যর্থ, ফুটবলের বর্ষপঞ্জি কখনই মানা হয় না, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লীগ পুরোপরি অনিয়মিত, এরপরও কেউ যদি বলে ফুটবল সঠিক পথেই রয়েছে তবে তা মেনে নেয়া কোন নিবেদিতপ্রাণ ফুটবলপ্রেমিকের পক্ষে সম্ভব নয়’। ‘আমার জানা মতে গত ১১ বছরে প্রথম বিভাগ ফুটবল লীগ হয়েছে চারবার, দ্বিতীয় বিভাগ লীগ হয়েছে মাত্র তিনবার, তৃতীয় বিভাগ লীগ মাঠে গড়িয়েছে চারবার, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ হয়েছে ছয়বার। ফুটবলার তৈরি করার পাইপলাইন হিসেবে আখ্যায়িত এ লীগগুলো অনিয়মিত হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে মানসম্পন্ন ফুটবলারের সঙ্কট। শীর্ষ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ হয়েছে নয়বার- তবে এর স্পন্সরশিপ মানি কখনই বাড়েনি কারণ বড় কোম্পনিগুলো ফুটবলে থাকতে চায় না’ যোগ করেন তরফদার মোঃ রুহুল আমিন। গত ১০ বছরে দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রসহ দেশের সবক্ষেত্রে উন্নতি হয়েছে। ক্রিকেট, ভলিবল, হকি আর্চারিসহ বিভিন্ন খেলায় উন্নতি হয়েছে এবং লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে দৃশ্যমান হয়েছে। মেয়েদের ফুটবলে উন্নতি হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টের কারণে, শুধু এগোয়নি ছেলেদের ফুটবল, এ অবস্থা মেনে নেয়া যায় না।’ ফুটবল চলছে তবে চলছে শম্ভুক গতিতে, যুগোপযোগী ধারায় নয়, সারাবিশ্বে ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে বিপুল অর্থের ব্যবসায়িক সম্পৃক্ততা আর আজ বাংলাদেশে ফুটবল মানে আর্থিক ক্ষতিগ্রস্ততা, ফুটবল উন্নয়নে দেশের ফুটবল কাঠামোতে ব্যাপক পরিবর্তন জরুরী’ বলে বক্তব্য শেষ করেন তরফদার মোঃ রুহুল আমিন।
×