ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিমত রিকি পন্টিংয়ের

এই অস্ট্রেলিয়াকে হারানো কঠিন!

প্রকাশিত: ০৭:০৯, ২০ ডিসেম্বর ২০১৮

এই অস্ট্রেলিয়াকে হারানো কঠিন!

স্পোর্টস রিপোর্টার ॥ দেড় মৌসুম ধরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। দেশ-বিদেশে সমানে দাপিয়ে বেড়াচ্ছে সুপার বিরাট কোহলির দল। ‘এই ভারতকে থামানো কঠিন’Ñ তাদের নিয়ে এমন শিরোনাম হয়ে ওঠে অবধারিত। এ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচটা ছিল ভারতের অস্ট্রেলিয়া সফরের ইতিহাসে কোন সিরিজে জয় দিয়ে শুরুর নব-ইতিহাস। পার্থে ১৪৬ রানের লজ্জার হারে বদলে গেছে দৃশ্যপট। রিকি পন্টিং এখন জোর গলায় বলছেন, ‘এই অস্ট্রেলিয়াকে হারানো কঠিন।’ যদিও সাবেক তারকা অধিনায়ক শুরু থেকেই উত্তরসূরিদের সঙ্গে ছিলেন। মাঠে টিম পেইনদের দাপুটে নৈপুণ্যে গলার জোরটা আরও বেড়েছে। অন্যদিকে ভারতীয় শিবিরে খেলা শেষে স্বাগতিক অধিনায়কের সঙ্গে কোহলির তাচ্ছিল্যমাখা সৌজন্য বিনিময় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। খবরে প্রকাশ, ভারতীয় ড্রেসিং রুমেও নাকি চলছে মনোমালিন্য! ‘আগেই আমি দুই দলের তুলনা করে বলেছিলাম, ভারতের পক্ষে এখানে জেতা সম্ভব নয়। কারণ ওদের ভঙ্গুর ব্যাটিং লাইন। পার্থে আমার কথাটাই ঠিক প্রমাণিত হলো।’ ভারত ২৮৩ ও ১৪০, অস্ট্রেলিয়া ৩২৬ ও ২৪৩Ñ ব্যাটিংই যে দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে, এটা দিবালোকের মতো সত্য। ভারতের হয়ে কোহলি ও চেতেশ্বর পুজারা ছাড়া সিরিজে এখন পর্যন্ত বলার মতো রান নেই আর কারও ব্যাটে। সফরকারীদের সমস্যা আরও বাড়িয়েছে পৃথ্বি শ’য়ের চোট। যে জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন। তার জায়গায় নিয়ে আসা হচ্ছে মায়াঙ্ক আগরওয়ালকে। আনা হচ্ছে হার্দিক পাি য়াকেও। যা নিয়ে পন্টিং বলছেন, ‘ওদের বাধ্য হয়ে একজন ওপেনারকে নিয়ে আসতে হচ্ছে। পাশাপাশি একজন অলরাউন্ডারকেও নিয়ে আসতে হচ্ছে মিডলঅর্ডার ব্যাটিংকে শক্তিশালী করতে। ভারতের সমস্যা এখন কম নয়। পার্থ টেস্ট হারার পর সেই সমস্যা আরও বেড়ে গেছে।’ অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক যোগ করেন, ‘ওদের নিজেদের মধ্যেই এখন অনেক সংশয় তৈরি হয়েছে। ভারতের হাতে কিন্তু বেশি সময়ও নেই ঘুরে দাঁড়ানোর জন্য।’ ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন পন্টিং, ‘কোনভাবেই ঢিলেমি দিলে চলবে না। টিম পেইনের দল দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতকে হারাতে হয়। এই নকশাটাই সামনে রেখে এগোতে হবে। এখান থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।’ ক্রিকেটারদের উদ্দেশে পন্টিং আরও বলেন, ‘পার্থের এই জয়ের পর নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। কিন্তু মেলবোর্নে ওদের সতর্ক থাকতে হবে। পার্থে যেভাবে ভারত খেলেছে, মেলবোর্নেও সেভাবে খেলবে এমন ভাবাটা ভুল।’ তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে, পরের দু’টি টেস্টের ভেন্যু (মেলবোর্ন ও সিডনি) ভারতীয় ক্রিকেটারদের সাহায্য করতে পারে। পন্টিং বলেন, ‘মেলবোর্ন এবং সিডনির পরিবেশ কিন্তু ভারতীয়দের সাহায্য করবে। যেটা এ্যাডিলেড বা পার্থে হয়নি। সে জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়া যেভাবে খেলছে সেই খেলাটা ধরে রাখতে পারলে ওদের হারানো খুবই কঠিন।’ অস্ট্রেলীয় ব্যাটিংয়ের আর একটা সমস্যা হলো, এখনও কেউ তিন অঙ্কের রান করে উঠতে পারেননি। ভারতের যেখানে দু’টি সেঞ্চুরি হয়ে গিয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার কেউ এখনও সেঞ্চুরি পাননি। যা নিয়ে অধিনায়ক টিম পেন বলেছেন, ‘আমরা অবশ্যই সেঞ্চুরি করার চেষ্টায় আছি। কিন্তু আরও একটা ব্যাপার আমাদের মাথায় থাকে। দল হিসেবে যত বেশি সম্ভব সময় ব্যাট করে যাওয়া। তাহলে বিপক্ষের বোলাররা ক্লান্ত হয়ে পড়বে।’
×