ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরইবিতে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৭:০০, ২০ ডিসেম্বর ২০১৮

আরইবিতে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

মঙ্গলবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্রিগেডিয়ার সবিহ্উদ্দিন আহমেদ হলে বাপবিবোর্ডের উদ্যোগে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুদ্ধাচার সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাপবিবোর্ডের শুদ্ধাচার সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনসংযোগ পরিদফতরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপবিবোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদা খাতুন ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মঈদুল ইসলাম। সভাপতিত্ব করেন বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন ও অর্থ) ও সরকারের যুগ্ম-সচিব মোঃ জয়নাল আবেদীন। কর্মশালায় বাপবিবোর্ডের সদস্যবৃন্দ ও উর্ধতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং বেশ কয়েকটি পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×