ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধানের শীষের প্রার্থী শহিদুলের অফিস থেকে আটক ৪৫ নেতাকর্মী

প্রকাশিত: ০৬:৫৯, ২০ ডিসেম্বর ২০১৮

ধানের শীষের প্রার্থী শহিদুলের অফিস থেকে আটক ৪৫ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় থেকে ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ডাঃ শহিদুল আলম নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলাপ-আলোচনার সময় সেখান থেকে ৪৫ জনকে আটক করা হয় বলে ডাঃ শহিদুল আলম অভিযোগ করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তাকে নির্বাচন থেকে দূরে রাখতে প্রতিদিন পুলিশ তার নেতাকর্মীদের গ্রেফতার করছে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। আটকরা হলেন, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক জুলফিকার আলী জুলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহছান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেকসহ ৪৫ নেতাকর্মী। সিরাজগঞ্জে আট শিবির কর্মী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, মঙ্গলবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানাসহ জামায়াতের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৫টি ককটেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, জামায়াতকর্মী আলহাজ উদ্দিন, রুহুল আমীন, শাহীন আলম, আলমগীর হোসেন, আলতাফ হোসেন, রাসেল রানা, রাহুল ইসলাম। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা জানান, জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে বন্যাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার ও ৫টি ককটেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
×