ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে অসুস্থ লতিফ সিদ্দিকীকে ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ০৬:৫৮, ২০ ডিসেম্বর ২০১৮

টাঙ্গাইলে অসুস্থ লতিফ সিদ্দিকীকে ঢাকায় প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ ডিসেম্বর ॥ তিন দফা দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরণ অনশনের চতুর্থ দিন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তিন সদস্যের মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করে। মেডিক্যাল টিমের পরামর্শে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ লতিফ সিদ্দিকীকে ঢাকা রেফার্ড করেন। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের জন্য বলেছেন। এরপর সরকারী এ্যাম্বুলেন্সে করে লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নেয়া হয়। জানা গেছে, ১৯ ডিসেম্বর দুপুর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জেলা সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোফাজ্জল হোসেনকে প্রধান করে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোফাজ্জল হোসেন জানান, মেডিক্যাল বোর্ড গঠনের পর মঙ্গলবার দুপুরে তাকে অক্সিজেন দেয়া হয়। তারা লতিফ সিদ্দিকীকে সর্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। ওষুধ দেয়া হলেও তিনি খাচ্ছেন না। ফলে শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ওনার হার্টে আগেই দুইটা রিং পরানো আছে। উচ্চ রক্তচাপসহ আরও অসুখ রয়েছে।
×