ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলো সুরভী

প্রকাশিত: ০৬:৫৮, ২০ ডিসেম্বর ২০১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলো সুরভী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গিয়ে লাশ হয়েছে অনার্স পড়ুয়া ছাত্রী সুরভী আক্তার। সালিশের সময় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে। ওই ঘটনা কেন ঘটল, তার দায় কাদের উপরে বর্তাবে তা নিয়েই এখন ক্ষোভ দানা বাঁধছে। ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। বুধবার সুরভীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে সালিশে উপস্থিত প্রভাবশালী ও গ্রাম্য মাতব্বররা। জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা লক্ষ্মীপাড়া গ্রামের কৃষক আব্দুস সাক্তারের মেয়ে সুরভী আক্তার হামিদা। মেয়েটি নীলফামারী সরকারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সুরভীর প্রেমের সম্পর্ক ছিল পার্শ¦বর্তী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ তেলীপাড়া গ্রামের ব্যবসায়ী আফজাল হোসেনের ছেলে আরফান হোসেনের সঙ্গে। আরফান পঞ্চগড় সরকারী কলেজের ইসলামী ইতিহাসে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা যায়, প্রেমিক আরফানের কথা মতো সোমবার বিকেল ৪টার দিকে সুরভী বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে এসে উঠে। কিন্তু ছেলের পরিবার সুরভীকে মেনে না নিয়ে বাড়ির বাইরে বের করে দিলে সুরভী আশ্রয় নেয় প্রেমিকের চাচা পাশের বাড়ি আশরাফ হোসেনের বাসার। এ সময় প্রেমিকের বাড়ির লোকজন সুরভীকে মারধর করলে সুরভী জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী জানায় এরপর সুরভীকে একটি মাইক্রোতে করে ডিমলা হাসপাতালে নিয়ে যায় তারা। বুধবার সকালে ডিমলা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাশেদুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে একটি মাইক্রেবাসে এক নারী রোগী আনা হয়। কিন্তু আমরা রোগীকে মৃত অবস্থায় পাই। সঙ্গে দুইজন মহিলা ও ৩/৪ জন পুরুষ ছিল। মৃতার নাম জানতে চাইলে তারা কিছু বলতে পারেনি। এক পর্যায় তারা সকলে লাশ ফেলে পালিয়ে যায়।
×