ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা

দুই সহোদরসহ নিহত ৩

প্রকাশিত: ০৬:৫৬, ২০ ডিসেম্বর ২০১৮

দুই সহোদরসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর ॥ কুমিল্লার চান্দিনায় দুবাই থেকে আসা যাত্রী নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেনÑ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজী আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০) তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং লক্ষ্মীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)। মাইক্রোবাসচালক পারভেজ জানান, দুবাই প্রবাসী আব্দুল মান্নানকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য বুধবার ভোরে জেলার মনোহরগঞ্জ থেকে তার পরিবারের লোকজনকে নিয়ে বিমানবন্দরে যাই। দুপুর ১টায় আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদের নিয়ে বাড়ি ফিরছিলাম। বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় নিহত আব্দুল মান্নানের ভাতিজা সালাউদ্দিন (২৫), স্ত্রী হাসিনা বেগম (৩৪), মেয়ে হাফসা, তাকিয়া, তানহা ও গাড়িচালক নূর হোসেন পারভেজ (২৮) আহত হন। পঞ্চগড় স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, ট্রাক্টরের ধাক্কায় নুরুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার যগদল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলামের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সোনারবান ভিতরগড় এলাকায়। তিনি সোনারবান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, সকালে নুরুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে পঞ্চগড় যাচ্ছিলেন। বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়ক ধরে পঞ্চগড় যাওয়ার পথে জগদল বাজারের পেট্রোল পাম্পের সামনে থাকা স্পিড ব্রেকারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর দ্রুত গতিতে স্পিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়েন নুরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, বুধবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কলিমনগর বাজারের একটি চায়ের দোকানে দ্রুতগামী ট্রাক চাপায় শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি একই উপজেলার চরহামুয়া গ্রামে এবং সুন্দর আলীর পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। নবাবগঞ্জ সংবাদদাতা দোহার-নবাবগঞ্জ থেকে জানান, নবাবগঞ্জ উপজেলায় ট্রলি ধাক্কায় খুরশিদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহ্রা এলাকার ব্রিজের ঢালের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত নারী উপজেলার চরবাহ্রা নলগোড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। জানা যায়, বুধবার বেলা ১১টা দিকে খুরশিদা ও তার স্বামী সবুজ মিয়া বাড়ি থেকে হেঁটে কোমরগঞ্জ আসার পথে বাহ্রা ব্রিজের ঢালে এলে দ্রুতগতিতে আসা একটি ট্রলি খুরশিদা বেগমকে ধাক্কা দেয়। এ সময় সে সিটকে সড়কের নিচে গিয়ে পড়লে মারাত্মক আহত হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় আহত খুরশিদা বেগমকে ঢাকায় নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
×