ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশে সোয়া কোটি বাংলাদেশী কাজ করছে

প্রকাশিত: ০৬:৫৫, ২০ ডিসেম্বর ২০১৮

বিদেশে সোয়া কোটি বাংলাদেশী কাজ করছে

বিশ্বের ১৬৮ দেশে বর্তমানে প্রায় এক কোটি ২০ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করছে। নিয়মিত রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারা অসামান্য অবদান রাখছেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম মঙ্গলবার সিউলে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন। অপরদিকে জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে। এ উপলক্ষে বুধবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তৃতা করেন। তিনি জাপান প্রবাসী বাংলাদেশীসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। -বাসস
×