ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৪ লাখ শীতবস্ত্র দিচ্ছে ভারত

প্রকাশিত: ০৬:৫৪, ২০ ডিসেম্বর ২০১৮

রোহিঙ্গাদের জন্য ৪ লাখ শীতবস্ত্র দিচ্ছে ভারত

বিডিনিউজ ॥ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের দেয়া শীতবস্ত্র বেনাপোল স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে বলে বেনাপোল বন্দরের ৩০ নম্বর পণ্যাগারের (শেড) পরিদর্শক মোবারক হোসেন জানান। তিনি বলেন, বুধবার ভারতীয় ট্রাক থেকে মাল আনলোড করে বন্দরের পণ্যাগারে রাখা হয়েছে। দু’একদিনের মধ্যে এসব কম্বল বন্দর থেকে ছাড় করানো হবে। বেনাপোলের সিএন্ডএফ যমুনা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আমিনুল হক বলেন, ত্রাণ হিসেবে ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও দুই লাখ সোয়েটার দেবে। এর মধ্যে মঙ্গলবার একটি চালানে ২৫ হাজার ৮০০ এবং ১৪ ডিসেম্বর আরেকটি চালানে পাঁচ হাজার ৮২০ পিস কম্বল বেনাপোল বন্দরে এসেছে বলে জানান তিনি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র রোহিঙ্গাদের বিতরণ করা হবে বলে আমিনুল জানান।
×