ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাল থেকে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বিজিবি নামতে পারে

প্রকাশিত: ০৬:৫৪, ২০ ডিসেম্বর ২০১৮

কাল থেকে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বিজিবি নামতে পারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নামার সম্ভাবনা রয়েছে। বিজিবির সাউথ ইস্ট রিজিওন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সূত্র জানায়, চট্টগ্রামের ১৫, কক্সবাজারের ৪ ও তিন পার্বত্য জেলার ৩ সংসদীয় আসনের নিয়ন্ত্রণ ভার থাকবে বিজিবির সাউথ ইস্ট রিজিওনের আন্ডারে। এই ২৩ আসনের প্রতিটিতে একটি করে ক্যাম্প থাকবে। রংপুরে গৃহপরিচারিকা হত্যা ও লাশ গুমের অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ ডিসেম্বর ॥ রংপুরে সীমা আক্তার (১৪) নামে এক গৃহপরিচারিকাকে হত্যা ও গুমের অভিযোগে নগর বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাহিগঞ্জ ও মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। নিহত সীমা নব্দীগঞ্জ এলাকার বাসিন্দা।
×