ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবিলম্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নামাতে হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:৫৩, ২০ ডিসেম্বর ২০১৮

অবিলম্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নামাতে হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচন চাইলে অবিলম্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মাঠে নামাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এই কমিশন সেনাবাহিনী মোতায়েন করবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের কারসাজিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। দেশে এখন কোন প্রতিষ্ঠানই তার স্বাধীনতা রক্ষা করতে পারছে না। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলো স্বাচ্ছন্দ্যে তাদের কর্তব্য পালন করতে পারছে না। আজ পেশাজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময় ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। বিকেল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসমলাম আলমগীর। জানা যায়, মতবিনিময়কালে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত পেশাজীবীদের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা চাওয়া হবে।
×