ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থার্টিফার্স্ট নাইটে হোমপার্টি নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৫২, ২০ ডিসেম্বর ২০১৮

থার্টিফার্স্ট নাইটে হোমপার্টি নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজকে পুঁজি করে কোন গোষ্ঠী যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ইংরেজী নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সারাদেশের নিরাপত্তা থাকছে কঠোর। এজন্য থার্টিফার্স্ট নাইটে ঢাকায় ডিজে পার্টির পাশাপাশি হোম পার্টিও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নিরাপত্তার স্বার্থে খোলা জায়গায় ও বাসার ছাদেও সব ধরনের অনুষ্ঠান করার উপরও বিধি নিষেধ আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এমন নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর ডিএমপি সদর দফতরে এক বৈঠকেও এমন বিধি নিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএমপির আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া আসন্ন খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিনের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। সেইসঙ্গে থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ জারি করেন। নির্বাচনের পর দিন থার্টিফার্স্ট নাইট হওয়ায় এবার বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়ার কথা বলেন। কারণ নির্বাচনের পর পরই কোন কোন কুচক্রীমহল থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানকে পুঁজি করে সুযোগ নিতে পারে।
×