ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বচালিত খাবার সরবরাহকারী রোবটে আগুন

প্রকাশিত: ০৬:৫০, ২০ ডিসেম্বর ২০১৮

স্বচালিত খাবার সরবরাহকারী রোবটে আগুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে বিধ্বস্ত হয়েছে কিউইবট-এর তৈরি স্বচালিত খাবার সরবরাহকারী রোবট। মানুষের ভুলের কারণে এমনটি হয়েছে বলা দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে ক্যাম্পাসে দুই বছর ধরে চলছে এই স্বচালিত রোবটগুলো। সম্প্রতি শিক্ষার্থীরা একটি রোবটে আগুন লাগতে দেখেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ছবি। নির্মাতা প্রতিষ্ঠান কিউই জানায়, ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে এমনটা হয়েছে। দুর্ঘটনাবশত এটি রোবটে লাগানো হয়েছিল। প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের রোবটের একটি ব্যাটারি থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠতে শুরু করে এবং ছোট অগ্নিশিখা তৈরি হয়। পাশে থাকা একটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে এক ব্যক্তি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।’ রোবটের দুর্ঘটনা এবারই প্রথম নয়। এবার ক্যালিফোর্নিয়ায় খাবার সরবরাহকারী রোবটে আগুন লাগার পর সবগুলো স্বচালিত যান বন্ধ করেছে কিউই। এর বদলে মানব কর্মী দিয়ে খাবার সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার
×