ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্র্যান্ডনিউ গাড়িও জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৫০, ২০ ডিসেম্বর ২০১৮

ব্র্যান্ডনিউ গাড়িও জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে সাধারণত তিন ধরনের গাড়ি বিক্রি হয়। এগুলো হচ্ছে, ব্র্যান্ডনিউ, রিকন্ডিশনও এবং পুরনো গাড়ি। ব্র্যান্ডনিউ গাড়ির কদর থাকলেও রিকন্ডিশন গাড়ির বাজার সবচেয়ে রমরমা। উন্নত দেশে যেসব গাড়ি তৈরি হওয়ার পর শূন্য মাইলেজে ক্রেতার হতে তুলে দেয়া হয় সেগুলোই ব্র্যান্ডনিউ গাড়ি। আর ওইসব দেশে কিছু দিন চালানোর পর সে গাড়িগুলো বিক্রি করা হয় সেগুলোকে রিকন্ডিশন গাড়ি বলা হয়। বাংলাদেশের বাজারে ব্র্যান্ডনিউ গাড়ি আমদানি করার অনেক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য’ টাটা মোটরস, উত্তরা মোটরস, র্যাংকন মোটরস, এক্সিকিউটিভ মোটরস, কর্ণফুলী গ্রুপ, হুন্দাই মোটরস, নাভানা গ্রুপ। এসব প্রতিষ্ঠান যে ব্র্যান্ডের গাড়ি আমদানি করে তার মধ্যে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, মিতসুবিশি, মাহিন্দ্র, টাটা, সুজুকি, টয়োটা, হুন্দাই, অন্যতম। এসব গাড়ির মধ্যে কিছু গাড়ি রয়েছে যা গ্রাহকের সাধ্যের মধ্যে।
×