ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার

প্রকাশিত: ০৬:৪৯, ২০ ডিসেম্বর ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার

অর্থনৈতিক রিপোর্টার ॥ তেল-গ্যাস সমৃদ্ধ দেশ কাতার মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি বিষয়টি নিশ্চিত করেছেন। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে নিজেদের প্রত্যাহারের পর কাতার পেট্রোলিয়ামের জন্য এই পদক্ষেপ সহজ হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে ওপেকের দেশগুলোর বিনিয়োগে মতবিরোধ রয়েছে। সাদ আরও জানান, আগামী বছর দেশটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াজাতকরণ সিস্টেম নির্মাণ করবে। এজন্য সহযোগী দেশ খোঁজা হচ্ছে। তবে ভাল সমঝোতা না হলে বিদেশী কোন তেল উৎপাদনকারী কোম্পানিকে এই প্রজেক্টের সঙ্গে জড়ানো হবে না। গত ৩ ডিসেম্বর ওপেক ছাড়ার ঘোষণা দেয় কাতার। দেশটি ৫৭ বছর ওপেকের সদস্য রাষ্ট্র ছিল। কাতার বর্তমানে বছরে ৭৭ মিলিয়ন টন এলএনজি উৎপাদন করে। ২০২৩-২০২৪ সালের মধ্যে এই উৎপাদন দেশটি ৪৩ ভাগ বৃদ্ধির পরিকল্পনা করছে। এর আগে, সাদ বলেছেন ভবিষ্যতের বেশ কিছু উচ্চাবিলাসী পরিকল্পনার কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কাতার।
×