ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবসিডিয়ারির লোকসানে এসিআইয়ের মুনাফা কমেছে

প্রকাশিত: ০৬:৪৬, ২০ ডিসেম্বর ২০১৮

সাবসিডিয়ারির লোকসানে এসিআইয়ের মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) মুনাফার চেয়ে কোম্পানিটির সাবসিডিয়ারি (অধীন) রিটেইল সুপারশপ স্বপ্ন ব্র্যান্ডের এসিআই লজিস্টিকসের লোকসানের পরিমাণ বেশি। এছাড়া এসিআইয়ের ১৪টি অধীন কোম্পানির নিট লোকসানের পরিমাণ বেশি। যাতে অধীন কোম্পানির সংখ্যা অনেক হলেও সেখান থেকে কোন সুফল আসছে না। বরং এসিআইয়ের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে। এসিআইয়ের ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০১৭-১৮ অর্থবছরে এসিআইর এককভাবে ১৩১ কোটি ৭৪ লাখ টাকা মুনাফা হয়েছে। যা শেয়ার প্রতি হিসাবে ২৭.৩৩ টাকা। তবে অধীন স্বপ্নর লোকসান হয়েছে ১৩৫ কোটি ১৪ লাখ টাকা। যে কোম্পানিটির ধারাবাহিক লোকসানে পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৮৯১ কোটি টাকায়। এদিকে এসিআইয়ের ১৪টি অধীন কোম্পানিসহ ২০১৭-১৮ অর্থবছরে সমন্বিত মুনাফা হয়েছে ৪১ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ অধীন ১৪ কোম্পানি থেকে এসিআইয়ের কোন সুফল আসছে না। বরং কোম্পানিগুলোর লোকসানে এসিআইয়ের মুনাফা কমেছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা। যাতে এসিআইয়ের একক হিসাবের ২৭.৩৩ টাকার ইপিএস সমন্বিতভাবে ১০.৭৩ টাকায় নেমে এসেছে। এসিআইয়ের ১৪টি অধীন কোম্পানির মধ্যে রয়েছে- এসিআই ফরমুলেশন, এসিআই সল্ট, এসিআই ফুডস, এসিআই পিউর ফ্লাওয়ার, এসিআই এ্যাগ্রোলিঙ্ক, ক্রিয়েটিভ কমিউনিকেশন, এসিআই মোটরস, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিকস, এসিআই লজিস্টিকস (স্বপ্ন), এসিআই হেলথকেয়ার, এসিআই এডিবল ওয়েলস, এসিআই কেমিক্যালস, ইনফোলিটক্স বাংলাদেশ ও এসিআই বায়োটেক। এই কোম্পানিগুলোতে এসিআইয়ের ১৬৭ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। অধীন কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফরমুলেশনসে এসিআইয়ের ৫৩.৪৮ শতাংশ মালিকানা রয়েছে। এছাড়া এসিআই সল্টে ৭৭.৬৭ শতাংশ, এসিআই ফুডসে ৯৫ শতাংশ, এসিআই পিউর ফ্লাওয়ারে ৯৫ শতাংশ, এসিআই এ্যাগ্রোলিঙ্কে ৯০ শতাংশ, ক্রিয়েটিভ কমিউনিকেশনে ৬০ শতাংশ, এসিআই মোটরসে ৬৭.৫০ শতাংশ, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিকসে ৮৭.৩২ শতাংশ, এসিআই লজিস্টিকসে (স্বপ্ন) ৭৬ শতাংশ, এসিআই হেলথকেয়ারে ৯২.৯৪ শতাংশ, এসিআই এডিবল ওয়েলসে ৮৫ শতাংশ, এসিআই কেমিক্যালসে ৭৫ শতাংশ, ইনফোলিটক্স বাংলাদেশে ৬০ শতাংশ ও এসিআই বায়োটেকে ৮০ শতাংশ মালিকানা রয়েছে। এসিআইয়ের ১৪টি সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে ৭টি কোম্পানি মুনাফায় ও ৭টি কোম্পানি লোকসানে রয়েছে। এর মধ্যে ৭ কোম্পানির মুনাফার পরিমাণ ৯৬ কোটি ৯৪ লাখ টাকা। আর বাকি ৭ কোম্পানির লোকসানের পরিমাণ ১৯০ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে মুনাফা ছাপিয়ে ৯৩ কোটি ৫৬ লাখ টাকা বেশি লোকসান হয়েছে। দেখা গেছে, এসিআইয়ের অধীন এসিআই ফরমূলেশনসের (সমন্বিত) ১১ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা হয়েছে। এছাড়া এসিআই পিওর ফ্লাওয়ারের ৭ কোটি ৮০ লাখ টাকা, এসিআই সল্টের ১২ কোটি ৮০ লাখ টাকা, এসিআই মোটরসের ৫৪ কোটি ৪১ লাখ টাকা, ক্রিয়েটিভ কমিউনিকেশনের ১ কোটি ৯৫ লাখ টাকা, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকসের ৭ কোটি ২১ লাখ টাকা ও এসিআই এডিবল অয়েলসের ১ কোটি ৪ লাখ টাকা মুনাফা হয়েছে। এদিকে এইসিআইয়ের অধীন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে স্বপ্ন। এ কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে ১৩৫ কোটি ১৪ লাখ টাকা লোকসান হয়েছে।
×